অাকাশ জাতীয় ডেস্ক:
বন্যার রেলপথ ভেঙে যাওয়ায় লালমনিরহাট জেলার একমাত্র স্থলবন্দর বুড়িমারীর সঙ্গে ১৫ দিনে ধরে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে দুই উপজেলার লাখ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তবে সংশ্লিস্টরা বলছেন, ঈদের আগে বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু হবে।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার নাজমুল ইসলাম জানান, দ্রুত গতিতেই সংস্কার কাজ এগিয়ে চলছে। ২/১ দিনের মধ্যে সেই সংস্কার কাজ শেষ হবে। চলতি মাসে ২৯ তারিখের মধ্যে বুড়িমারীর সাথে ট্রেন যোগাযোগ চালু হবে বলেও আশা করছি।
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট প্রবল বন্যায় ভেঙে যায় হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকার রেলপথের নিচের অংশ। এতে করে রেললাইনের প্রায় ৭০-৮০ ফিট দীর্ঘ মাটি ধসে গিয়ে গভীর খাদের সৃষ্টি হয়। ফলে ওইদিন থেকেই বুড়িমারী স্থলবন্দরের সাথে বন্ধ হয়ে যায় ট্রেন যোগাযোগ।
আকাশ নিউজ ডেস্ক 























