আকাশ জাতীয় ডেস্ক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জাফলং সীমান্তের ওপারে ডাউকি সেতুর কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আহমেদ ইউসুফ জামিল।
নিহত কালা মিয়া (৩৭) জাফলংয়ের নয়াবস্তির বাসিন্দা বদু মিয়ার ছেলে।
বিজিবি অধিনায়ক জানান, পিয়াইন নদীতে ভারত থেকে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে সীমানা অতিক্রম করে ফেলেন কালা মিয়াসহ তার কয়েকজন সহযোগী। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। বাকিরা নৌকা নিয়ে ফিরে আসতে সক্ষম হন।
কালা মিয়া পেশায় পাথরশ্রমিক ছিলেন। নিহতের মরদেহ সীমান্তের ওপার থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ।
আকাশ নিউজ ডেস্ক 



















