আকাশ জাতীয় ডেস্ক:
বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম।
মঙ্গলবার রাজপ্রাসাদে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে রাষ্ট্রদূত তার পরিচয়পত্র রাজার কাছে দাখিল করেন।
এ সময় রাষ্ট্রদূত বাহরাইনের রাজাকে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা জানান এবং বাংলাদেশিদের প্রতি বাহরাইন সরকারের দেয়া সুবিধা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানান।
সাক্ষাতে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বৃদ্ধি, বাহরাইনে বাংলাদেশিদের কল্যাণসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাতিফ বিন রশিদ আল জায়ানি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, মানবসম্পদ ও যুব বিষয়ক প্রতিনিধি এবং যুব ও ক্রীড়া বিষয়ক সুপ্রিম কাউন্সিল চেয়ারম্যান শেখ নাসের বিন হামাদ আল খলিফা, রয়েল কোর্ট মন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খলিফা ও রয়েল প্রোটোকলবিষয়ক প্রধান।
আকাশ নিউজ ডেস্ক 

























