আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
দশ মিনিটে যাত্রিদের করোনভাইরাস পরীক্ষা করেই বিমানে ওঠাচ্ছে বিশ্বের অন্যতম বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স। বিশ্বের প্রথম এভিয়েশন কোম্পানি হিসেবে এই সুযোগ চালু করেছে তারা। যারা দুবাইয়ের বাড়ি থেকে বিমানবন্দরে যাচ্ছেন তাদেরকে সঙ্গে সঙ্গেই পরীক্ষা করা হচ্ছে।
এমিরেটস বিমান কোম্পানি নির্দিষ্ট পরিমাণ যাত্রিসহ ১ মে পর্যন্ত নিয়মিত যাত্রীদের দুবাই থেকে নিজ-নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য বিমান পরিষেবা দিচ্ছে। শুধুমাত্র বিদেশিদের জন্য থাকছে এই বিমান পরিষেবা তবে কেউ ওই দেশে প্রবেশ করতে পারবেন না।
বুধবার সংযুক্ত আরব আমিরাত থেকে তিউনিসিয়ায় যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের পরীক্ষা করার মাধ্যমে এই কর্মসূচীর সূচনা হয়েছে।
এমিরেটস প্রথম কোনো কোম্পানি যারা অন-সাইট কোভিড-১৯ টেস্ট করছে। দুবাই হেলথ অথরিটির মাধ্যমে এই ব্লাড টেস্ট করা হচ্ছে, যার রেজাল্ট ১০ মিনিটে আসছে।
জানা গিয়েছে, এমিরেটস তাদের সব ফ্লাইটের জন্যই এই পদ্ধতি চালু করতে চলেছে। এ বিষয়ে এমিরেটসের চিফ অপারেটিং অফিসার আদিল আল রেধা জানিয়েছেন, ‘পরীক্ষার সক্ষমতা বাড়ানোর এবং অন্যান্য বিমানগুলিতে এই ধরনের পরীক্ষার ব্যবস্থা করার পরিকল্পনা নিচ্ছে এমিরেটস’।
আকাশ নিউজ ডেস্ক 



















