আকাশ স্পোর্টস ডেস্ক:
পিএসজি-মোনাকো দ্বৈরথকে এখন আর কোনোভাবেই বড় ম্যাচ বলা যায় না। পয়েন্ট টেবিলের শীর্ষ দলের সঙ্গে ১৯ নম্বর দলের লড়াই যতটা একপেশে হওয়ার কথা, ততটাই হয়েছে। অথই সাগরে খাবি খাওয়া মোনাকোকে তাদেরই মাঠে গুঁড়িয়ে দিল পিএসজি।
এডিনসন কাভানির অনবদ্য হ্যাটট্রিকে রোববার মোনাকোকে ৪-০ গোলে হারিয়ে ফরাসি লিগে ১৩ ম্যাচে টানা ১৩তম জয় তুলে নিয়েছে পিএসজি। ১৯৭৯ সালের পর লিগে এই প্রথম পিএসজির বিপক্ষে হ্যাটট্রিক করলেন পিএসজির কোনো খেলোয়াড়।
১১ মিনিটের মধ্যেই দুই গোল করে মোনাকোকে ছিটকে দেন কাভানি। দু’বারই অফসাইডের বাঁশি বাজিয়েছিলেন রেফারি। কিন্তু ভিএআর প্রযুক্তির ব্যবহারে উরুগুয়ান ফরোয়ার্ডের দুটি গোলই টিকে যায়। ৫৪ মিনিটে কাভানি হ্যাটট্রিক পূর্ণ করার পর ৬৪ মিনিটে পেনাল্টি থেকে মোনাকোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন নেইমার।
ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরিকে কোচ বানিয়েও দুঃসময়ের ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না মোনাকোর। লিগে ১৩ ম্যাচে তাদের সংগ্রহ মোটে সাত পয়েন্ট। সব মিলিয়ে টানা ১৬ ম্যাচে জয়হীন মোনাকো।
কাভানির হ্যাটট্রিক নেইমার খুশি
লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে পিএসজির দাপুটে পারফরম্যান্সে দারুণ খুশি নেইমার। জয়ের ধারা ধরে রাখতে সতীর্থদের আহ্বান জানিয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড। মোনাকোর মাঠে রোববার রাতে ৪-০ গোলে জেতে বর্তমান চ্যাম্পিয়নরা।
৬৪ মিনিটে স্পটকিকে দলের চতুর্থ গোলটি করেন নেইমার। প্রথম তিনটি গোল এডিনসন কাভানির। আক্রমণভাগের সতীর্থ হ্যাটট্রিক পাওয়ায় ভীষণ খুশি নেইমার।
‘আমি খুব খুশি, গোলটির জন্য খুশি। বিশেষ করে জয়ের জন্যও। কাভানির হ্যাটট্রিকে শুধু সে নয়, আমরাও তার জন্য খুশি। সে আমাদের নাম্বার নাইন। আশা করি, সামনের সব ম্যাচ জিতে আমরা যেন নিজেদের দায়িত্ব পালন করে যেতে পারি।’
মৌসুমে লিগের ১৩ ম্যাচের সবগুলোতেই জিতেছে টমাস টুখেলের দল। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লিলের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে পিএসজি।
আকাশ নিউজ ডেস্ক 























