অাকাশ বিনোদন ডেস্ক:
পরিচালক সাগর জাহানের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘সিকান্দার বক্স’ শেষ হওয়ার পরই ‘অ্যাভারেজ আসলাম’ নির্মাণ করেন। গত কয়েক ঈদের সাত দিনের ধারাবাহিক হিসেবে প্রচার হয়েছে নাটকটি। প্রথমপর্বের নাম ছিল ‘অ্যাভারেজ আসলাম’।
পরে সিক্যুয়েল নির্মিত হয় ‘অ্যাভারেজ আসলামের বিবাহ বিভ্রাট’। এরপর নির্মাণ হয় ‘অ্যাভারেজ আসলাম ইজ নট ব্যাচেলর’। সবগুলো সিক্যুয়েলই প্রচার হয় বাংলাভিশনে। সিকান্দার বক্সের মতো না হলেও বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে নাটকটি।
তারই ধারাবাহিকতায় এবার নির্মাণ করা হচ্ছে এর চতুর্থ সিক্যুয়েল ‘ম্যারিড লাইফে অ্যাভারেজ আসলাম’।
আগের সিক্যুয়েলের মতো এতেও অভিনয় করেছেন মোশাররফ করিম, শখ, মারজুক রাসেল, জুই গোলাম ফরিদা ছন্দা ফারুক, খচি খন্দকার, আরফান, মনিরা মিঠু ও আ খ ম হাসানসহ অনেকেই।
আকাশ নিউজ ডেস্ক 






















