অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
রোববার সমাজ বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের অধীনে সকাল ১০টায় প্রথম শিফট ও দুপুর ২টায় দ্বিতীয় শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১ হাজার ৩৪৮টি আসনের বিপরীতে ৪৫ হাজার ৫৬৮ জন প্রতিদ্বন্দ্বীতা করে।
সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন বলেন, ‘সুষ্ঠু ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২-১ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।’
বি ইউনিটের ফল প্রকাশ: এদিকে শনিবার অনুষ্ঠিত কলা অনুষদের অধীনে বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী বলেন, ‘ বি ইউনিটে ১ হাজার ৬০০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ২৭ হাজার ৫০০ ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১২ হাজার ২২০ জন অর্থাৎ শতকরা ৪৪ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। উত্তীর্ণ শিক্ষার্থীরা ৪ নভেম্বর হতে ৮ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবে।’
আকাশ নিউজ ডেস্ক 



















