অাকাশ জাতীয় ডেস্ক:
কাস্টমস, ভ্যাট সম্পর্কিত নীতিমালা সহজ করার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।
তারা মনে করেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা তরান্বিত করার ক্ষেত্রে ব্যবসা পরিচালনার সহায়ক নীতিমালা, কাস্টমস এবং ভ্যাট আইন আরও সহজ করা দরকার। সহায়ক পরিবেশ পেলে দেশের ব্যবসায়ীরা তাদের সক্ষমতা অনুযায়ী অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে পারবেন।
বৃহস্পতিবার এফবিসিসিআই সভাকক্ষে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এফবিসিসিআই নেতারা এসব কথা বলেন।
সভায় মূলত কাস্টমস, ভ্যাট এবং ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি শেখ ফজলে ফাহিম, সহসভাপতি মুনতাকিম আশরাফ ও সংগঠনের পরিচালকরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান টিপু মুন্সীও সভায় উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়ী নেতারা দেশের ব্যবসা-বাণিজ্য এবং আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কাস্টমস সম্পর্কিত বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
আকাশ নিউজ ডেস্ক 



















