ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পত্রিকার লোগো লাগানো প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবা, আটক ৪

অাকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজারে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় ৩ ‘সাংবাদিক’সহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার বিকেলে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের ইনানী থেকে পত্রিকার লোগো লাগানো প্রাইভেটকারে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা কক্সবাজারের টেকনাফ বেড়াতে গিয়েছিলেন বলে জানা গেছে। এ সময় দৈনিক আলোকিত সকাল পত্রিকার লোগো লাগানো তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

এছাড়া জব্দ করা হয় ‘এবি’ টিভির একটি লোগো ও ক্যামেরা স্ট্যান্ড।

আটককৃতরা হলেন- ঢাকার উত্তরখান আমবাগান কুড়িপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ও দৈনিক আলোকিত সকাল সম্পাদক ও প্রকাশক মোখলেসুর রহমান মাসুম (৪৪), নেত্রকোনা সদরের আব্বাস নগর এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), টেকনাফ পৌর এলাকার নতুন পল্লানপাড়ার মাস্টার আবুল মনজুরের ছেলে সাইফুল ইসলাম (২৮) ও গাড়ি চালক কুড়িগ্রামের বুড়িয়ামারীর পাথরডুবির মুহা. নুরুজ্জামানের ছেলে মো. মানিক (৩৫)।

কক্সবাজারের পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মেরিনড্রাইভ রোডে টেকনাফ থেকে আসা একটি প্রাইভেটকারকে ইনানীতে তল্লাশি চালায়। এ সময় ২০ হাজার ইয়াবাসহ ৩ সাংবাদিক ও গাড়ির চালককে আটক করা হয়।

ডিবি পুলিশ কার্যালয়ে আটক মোখলেছুর রহমান মাসুম সাংবাদিকদের বলেন, পুলিশের হাতে আটক সাইফুলের বাড়ি টেকনাফের নতুন পল্লানপাড়ায়। তার আমন্ত্রণে টেকনাফ বেড়াতে এসেছিলেন মোখলেছুরসহ অন্যরা। সাইফুল দীর্ঘদিন ধরে ঢাকার উত্তরায় বসবাস করে আসছিলেন। তিনি সম্প্রতি দৈনিক আলোকিত সকাল পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগদান করেছেন।

তাদের অজ্ঞাতে সাইফুল ইয়াবাগুলো গাড়িতে বহন করছিলেন বলে দাবি করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পত্রিকার লোগো লাগানো প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবা, আটক ৪

আপডেট সময় ০২:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজারে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় ৩ ‘সাংবাদিক’সহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার বিকেলে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের ইনানী থেকে পত্রিকার লোগো লাগানো প্রাইভেটকারে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা কক্সবাজারের টেকনাফ বেড়াতে গিয়েছিলেন বলে জানা গেছে। এ সময় দৈনিক আলোকিত সকাল পত্রিকার লোগো লাগানো তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

এছাড়া জব্দ করা হয় ‘এবি’ টিভির একটি লোগো ও ক্যামেরা স্ট্যান্ড।

আটককৃতরা হলেন- ঢাকার উত্তরখান আমবাগান কুড়িপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ও দৈনিক আলোকিত সকাল সম্পাদক ও প্রকাশক মোখলেসুর রহমান মাসুম (৪৪), নেত্রকোনা সদরের আব্বাস নগর এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), টেকনাফ পৌর এলাকার নতুন পল্লানপাড়ার মাস্টার আবুল মনজুরের ছেলে সাইফুল ইসলাম (২৮) ও গাড়ি চালক কুড়িগ্রামের বুড়িয়ামারীর পাথরডুবির মুহা. নুরুজ্জামানের ছেলে মো. মানিক (৩৫)।

কক্সবাজারের পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মেরিনড্রাইভ রোডে টেকনাফ থেকে আসা একটি প্রাইভেটকারকে ইনানীতে তল্লাশি চালায়। এ সময় ২০ হাজার ইয়াবাসহ ৩ সাংবাদিক ও গাড়ির চালককে আটক করা হয়।

ডিবি পুলিশ কার্যালয়ে আটক মোখলেছুর রহমান মাসুম সাংবাদিকদের বলেন, পুলিশের হাতে আটক সাইফুলের বাড়ি টেকনাফের নতুন পল্লানপাড়ায়। তার আমন্ত্রণে টেকনাফ বেড়াতে এসেছিলেন মোখলেছুরসহ অন্যরা। সাইফুল দীর্ঘদিন ধরে ঢাকার উত্তরায় বসবাস করে আসছিলেন। তিনি সম্প্রতি দৈনিক আলোকিত সকাল পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগদান করেছেন।

তাদের অজ্ঞাতে সাইফুল ইয়াবাগুলো গাড়িতে বহন করছিলেন বলে দাবি করেন তিনি।