অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের পেকুয়ায় জামায়াতে ইসলামের সাবেক উপজেলা আমির ডা. আলী আকবরকে (৫০) পুলিশ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ডা. আলী আকবর পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী গ্রামের মৃত গোলাম শরীফের ছেলে।
শুক্রবার ভোররাতে চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহামন জানান, অর্থ আত্মসাৎ ও প্রতারণার একটি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন আলী আকবর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের বাকলিয়ার একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন পেকুয়া উপজেলা জামায়াতে ইসলামের আমিরের দায়িত্বপালন করেছেন। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























