ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ নির্বাচন ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা দেখছি না: জি এম কাদের সংবিধানের দুর্বলতা দূর করতেই গণভোট: আলী রীয়াজ নির্বাচনে ‘অনিয়ম’ হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ স্বাধীন হবার পর এটি গুরুত্বপূর্ণ নির্বাচন: আসিফ নজরুল ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর বিশ্বকাপে বাংলাদেশে বাদকে দিয়ে স্কটল্যান্ডকে নিলো আইসিসি প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করব: মির্জা আব্বাস নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না : সুজন

ইভিএমের সফলতা নিয়ে সন্দিহান এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশন আইন সংশোধনের সিদ্ধান্ত নিলেও একাদশ সংসদ নির্বাচনে তার সফলতা নিয়ে সন্দিহান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আওয়ামী লীগ ইভিএমের পক্ষে অবস্থান নিলেও তাদের রাজনৈতিক মিত্র এরশাদ শনিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে যন্ত্রে ভোটগ্রহণের সফলতা নিয়ে সংশয়ের কথা জানান।

এরশাদ বলেন, “আমাদের মানুষ তো টিপসই দিতে পারে না, ইভিএমে টিপ দেবে কীভাবে? এতগুলো আসনে যদি একসঙ্গে ইভিএম হয়, তবে তার সফলতা নিয়ে আমরা নিশ্চিত নই।”

তিনশটি সংসদীয় আসনের একশটিতে ইভিএম ব্যবহারের একটি ভাবনা ইসির মধ্যে থাকলেও এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে সিইসি জানিয়েছেন।

বিএনপি সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে বলছে, এর মাধ্যমে ‘ডিজিটাল জালিয়াতির’ আশঙ্কা রয়েছে তাদের।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, “ইভিএমের ব্যাপারে জনমনে অনেক সন্দেহ রয়েছে। তাই এই ভোটিং পদ্ধতি চালুর আগে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তা না করে ইভিএম জনগণের উপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না।”

রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের অনুষ্ঠানে ইভিএম নিয়ে এই মতামত জানিয়ে এরশাদ বলেন, আগামী বুধবার জাতীয় পার্টির এক বর্ধিত সভায় বিষয়টি নিয়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

কামাল হোসেনের গণফোরামকে সঙ্গে নিয়ে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্টের জাতীয় ঐক্যের উদ্যোগকে কীভাবে দেখছেন- সাংবাদিকদের এ প্রশ্নে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “আমি আমার জোট নিয়ে আছি।”

২০১৭ সালের মে মাসে এরশাদ ‘ইসলামী মূল্যবোধের’ নতুন জোট সম্মিলিত জাতীয় জোট (ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্স) গঠনের ঘোষণা দেন। তাতে যোগ দেয় জাতীয় ইসলামী মহাজোট, বাংলাদেশ জাতীয় জোট, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ জাতীয় জোট। পরে খেলাফত মজলিসকে নিয়ে জোটভুক্ত দলের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।

এরশাদ জানান, বিএনপি নির্বাচনে না গেলে তারা আলাদাভাবে নির্বাচনে অংশ নেবেন।

তিনি বলেন, “যদি তারা আসে, তবে অন্যভাবে নির্বাচন করব। চেষ্টা করলে আমরা ক্ষমতায় যেতে পারব। সে অবস্থা সৃষ্টি হয়েছে।”

শনিবারের অনুষ্ঠানে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন কুড়িগ্রাম সদরের আওয়ামী লীগ নেতা পনির উদ্দিন আহমেদ। আসন্ন সংসদ নির্বাচনে তিনি কুড়িগ্রাম-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী।

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য মো. হাফিজ উদ্দিন, মসিউর রহমান রাঙা, সুনীল শুভ রায়, খালেদ আখতারসহ চেয়ারম্যানের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

ইভিএমের সফলতা নিয়ে সন্দিহান এরশাদ

আপডেট সময় ০৭:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশন আইন সংশোধনের সিদ্ধান্ত নিলেও একাদশ সংসদ নির্বাচনে তার সফলতা নিয়ে সন্দিহান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আওয়ামী লীগ ইভিএমের পক্ষে অবস্থান নিলেও তাদের রাজনৈতিক মিত্র এরশাদ শনিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে যন্ত্রে ভোটগ্রহণের সফলতা নিয়ে সংশয়ের কথা জানান।

এরশাদ বলেন, “আমাদের মানুষ তো টিপসই দিতে পারে না, ইভিএমে টিপ দেবে কীভাবে? এতগুলো আসনে যদি একসঙ্গে ইভিএম হয়, তবে তার সফলতা নিয়ে আমরা নিশ্চিত নই।”

তিনশটি সংসদীয় আসনের একশটিতে ইভিএম ব্যবহারের একটি ভাবনা ইসির মধ্যে থাকলেও এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে সিইসি জানিয়েছেন।

বিএনপি সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে বলছে, এর মাধ্যমে ‘ডিজিটাল জালিয়াতির’ আশঙ্কা রয়েছে তাদের।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, “ইভিএমের ব্যাপারে জনমনে অনেক সন্দেহ রয়েছে। তাই এই ভোটিং পদ্ধতি চালুর আগে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তা না করে ইভিএম জনগণের উপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না।”

রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের অনুষ্ঠানে ইভিএম নিয়ে এই মতামত জানিয়ে এরশাদ বলেন, আগামী বুধবার জাতীয় পার্টির এক বর্ধিত সভায় বিষয়টি নিয়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

কামাল হোসেনের গণফোরামকে সঙ্গে নিয়ে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্টের জাতীয় ঐক্যের উদ্যোগকে কীভাবে দেখছেন- সাংবাদিকদের এ প্রশ্নে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “আমি আমার জোট নিয়ে আছি।”

২০১৭ সালের মে মাসে এরশাদ ‘ইসলামী মূল্যবোধের’ নতুন জোট সম্মিলিত জাতীয় জোট (ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্স) গঠনের ঘোষণা দেন। তাতে যোগ দেয় জাতীয় ইসলামী মহাজোট, বাংলাদেশ জাতীয় জোট, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ জাতীয় জোট। পরে খেলাফত মজলিসকে নিয়ে জোটভুক্ত দলের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।

এরশাদ জানান, বিএনপি নির্বাচনে না গেলে তারা আলাদাভাবে নির্বাচনে অংশ নেবেন।

তিনি বলেন, “যদি তারা আসে, তবে অন্যভাবে নির্বাচন করব। চেষ্টা করলে আমরা ক্ষমতায় যেতে পারব। সে অবস্থা সৃষ্টি হয়েছে।”

শনিবারের অনুষ্ঠানে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন কুড়িগ্রাম সদরের আওয়ামী লীগ নেতা পনির উদ্দিন আহমেদ। আসন্ন সংসদ নির্বাচনে তিনি কুড়িগ্রাম-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী।

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য মো. হাফিজ উদ্দিন, মসিউর রহমান রাঙা, সুনীল শুভ রায়, খালেদ আখতারসহ চেয়ারম্যানের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।