অাকাশ জাতীয় ডেস্ক:
সরকারের ১০ বছরের অর্জিত উন্নয়নের প্রতিবেদন তৈরিতে ব্যস্ত মন্ত্রণালয় ও অধীনের বিভাগগুলো। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো নির্দেশনার আলোকে মন্ত্রণালয়গুলো এ প্রতিবেদন তৈরি করছে। ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীয় কার্যালয়ে এসব প্রতিবেদন নিয়ে বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. নজিবুর রহমান।
জানা যায়, ২৮ আগস্ট তথ্য মন্ত্রণালয় থেকে এক পৃষ্ঠার সংক্ষিপ্ত উন্নয়ন অর্জন প্রতিবেদন তৈরি করার নির্দেশ দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি ইস্যু করা হয়। চিঠিতে ২৯ আগস্ট (বুধবার) বিকাল ৪টার মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ের মধ্যে সব মন্ত্রণালয় প্রতিবেদন জমা দিতে পারেনি। প্রতিবেদন তৈরিতে অনেক মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তাদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বিলম্বিত এসব প্রতিবেদন রোববার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে প্রেরণ করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তথ্য অধিদফতরের জ্যেষ্ঠ উপপ্রধান তথ্য কর্মকর্তা (প্রেস) মুহা. সাইফুল্লাহ স্বাক্ষরিত মন্ত্রণালয়গুলোতে পাঠানো চিঠিতে নির্দেশক্রমে জানানো হয়, ‘আগামী ৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় উপস্থাপনের জন্য আপনার মন্ত্রণালয়/বিভাগের বিগত ১০ বছরে অর্জিত বিভিন্ন সাফল্যসহ এ সময়ে সম্পন্ন বিভিন্ন প্রকল্প/উন্নয়ন কার্যক্রম, বর্তমানে চলমান বিভিন্ন প্রকল্প/উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যতে গ্রহণ করা হবে এমন (প্রস্তাবিত) প্রকল্প/উন্নয়ন কার্যক্রমের ওপর এক পৃষ্ঠার একটি প্রতিবেদন ২৯ আগস্ট ২০১৮ বিকাল ৪টার মধ্যে প্রেরণের জন্য নির্দেশ দেয়া হল।’
সরকারের একটি উচ্চপর্যায় সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের কাছে প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জনগণের কাছে জবাবদিহিতার অংশ হিসেবে এ পরিকল্পনা নেয়া হয়েছে উল্লেখ করে সূত্রটি জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি সমন্বয় করা হচ্ছে। সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়কে।
এছাড়া সরকারের দশ বছরের সাফল্যগাথা বই আকারে প্রকাশের জন্যও সব মন্ত্রণালয়ে প্রতিবেদন চেয়ে চিঠি ইস্যু করা হয়েছে। কয়েকটি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দফতর, অধিদফতর, সিটি কর্পোরেশনের ব্যানারেও বর্তমান সরকারের একটানা ১০ বছরের উন্নয়নচিত্র প্রচার করবে সরকার। এছাড়া বিগত বিএনপি-জামায়াত আমলের উন্নয়নের সঙ্গে বর্তমান সরকারের ১০ বছরের উন্নয়নচিত্র তুলনামূলকভাবে তুলে ধরা হবে বিভিন্ন প্রচারমাধ্যমে।
আকাশ নিউজ ডেস্ক 






















