অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা মহানগরীতে কোনো চাঁদাবাজ থাকবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, আমরা যদি থাকি, চাঁদাবাজ থাকবে না। চাঁদাবাজ যেই হোক, তার কোমরে রশি দিয়ে বিচারে সোপর্দ করা হয়েছে।
এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। পুলিশের পক্ষ থেকে আমাদের টহলকে অনেক জোরদার করব। বিভিন্ন স্টার্টিং পয়েন্টে তল্লাশিচৌকি বসাব, চেকপোস্ট বসাব।
ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন ইম্পোরট্যান্ট রাস্তাগুলোকে আমরা কোণ দিয়ে জিগজ্যাগ করে দেব, যাতে সহজে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এই সিকিউরিটি গার্ড, পুলিশ, তল্লাশি সবকিছু মিলিয়ে আমরা একটি সমন্বিত নিরাপত্তাব্যবস্থা তৈরি করব। বুধবার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে ঈদযাত্রার পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেউ যাতে অতিরিক্ত বাসভাড়া বা চাঁদাবাজি করতে না পারে, সে জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোবাইল কোর্ট কাজ করছে।
‘যারাই অতিরিক্ত ভাড়া নিচ্ছে, তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ আইনি ব্যবস্থা নিচ্ছে ডিএমপি মোবাইল কোর্ট’ জানান ডিএমপি কমিশনার।
ঈদে ফাঁকা হয়ে যাওয়া রাজধানীতে নিরাপত্তা কেমন থাকবে-এমন প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, আগের বছরের তুলনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাদের রাজধানীতে ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, তাদের প্রতিষ্ঠানের সামনে অন্তত একজন নিরাপত্তারক্ষী রাখার আহ্বান জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 



















