ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জেলে থাকতে থাকতে কোড মুখস্ত: আব্বাস

অাকাশ জাতীয় ডেস্ক:

কোনো বন্দিকে বাইরে কোথাও চিকিৎসা করা যাবে না জেলকোডে এমন কিছু নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, জেলে থাকতে থাকতে তার জেলকোড মুখস্থ হয়ে গেছে।

বুধবার বিকালে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির আয়োজিত ইফতার ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কারাবন্দি বেগম খালেদা জিয়ার চিকিৎসা জেল কোড অনুযায়ী হবে- সরকারের এমন বক্তব্যের সমালোচনা করে বক্তব্য দেন মির্জা আব্বাস।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘জেলে থাকতে থাকতে আমাদের জেলকোড মুখস্থ হয়ে গেছে। জেল কোডে কোথাও বলা নেই বাইরে কোথাও তাকে চিকিৎসা করানো যাবে না।’

এ সময় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের উদ্ধৃতি দেন। মির্জা আব্বাস বলেন, ‘কিছুদিন আগে ওবায়দুল কাদের আমাদের চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে বলতে গিয়ে বলেছিলেন হায়াত মউতের মালিক আল্লাহ। তার (খালেদা) তো বয়সও হয়েছে।’

কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘এখনো তার (খালেদা) চিকিৎসা দেয়া হচ্ছে না। তিনি খুব অসুস্থ। তাকে পিজি হাসপাতালে আনার কথা বলা হচ্ছে। কিন্তু তিনি তো সেখানে উপযুক্ত চিকিৎসা পাবেন না। কোথায় যেন ওবায়দুল কাদেরের বক্তব্যের সঙ্গে এখন যোগসূত্র পাচ্ছি।’

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি করে মির্জা আব্বাস বলেন, ‘যদি বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হয়, তা হলে আপনাদের জবাব দিতে হবে।’

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেলে থাকতে থাকতে কোড মুখস্ত: আব্বাস

আপডেট সময় ০৮:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

কোনো বন্দিকে বাইরে কোথাও চিকিৎসা করা যাবে না জেলকোডে এমন কিছু নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, জেলে থাকতে থাকতে তার জেলকোড মুখস্থ হয়ে গেছে।

বুধবার বিকালে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির আয়োজিত ইফতার ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কারাবন্দি বেগম খালেদা জিয়ার চিকিৎসা জেল কোড অনুযায়ী হবে- সরকারের এমন বক্তব্যের সমালোচনা করে বক্তব্য দেন মির্জা আব্বাস।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘জেলে থাকতে থাকতে আমাদের জেলকোড মুখস্থ হয়ে গেছে। জেল কোডে কোথাও বলা নেই বাইরে কোথাও তাকে চিকিৎসা করানো যাবে না।’

এ সময় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের উদ্ধৃতি দেন। মির্জা আব্বাস বলেন, ‘কিছুদিন আগে ওবায়দুল কাদের আমাদের চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে বলতে গিয়ে বলেছিলেন হায়াত মউতের মালিক আল্লাহ। তার (খালেদা) তো বয়সও হয়েছে।’

কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘এখনো তার (খালেদা) চিকিৎসা দেয়া হচ্ছে না। তিনি খুব অসুস্থ। তাকে পিজি হাসপাতালে আনার কথা বলা হচ্ছে। কিন্তু তিনি তো সেখানে উপযুক্ত চিকিৎসা পাবেন না। কোথায় যেন ওবায়দুল কাদেরের বক্তব্যের সঙ্গে এখন যোগসূত্র পাচ্ছি।’

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি করে মির্জা আব্বাস বলেন, ‘যদি বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হয়, তা হলে আপনাদের জবাব দিতে হবে।’

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।