অাকাশ জাতীয় ডেস্ক:
রোজা রেখে পরিবারের সদস্যদের জন্য ভিজিএফ চাল আনতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল গিয়াস উদ্দিন। চাল আনতে গিয়ে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মারা যান তিনি।
নিহত গিয়াস উদ্দিন (৫৫) হাটহাজারী বাজারের পশ্চিমে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড দেওয়ান নগর এলাকার হাদী বাড়ি প্রকাশ উকিল বাড়ির মৃত মো. মফিজুর রহমান মাস্টারের ছেলে।
রোববার বেলা ১০টার দিকে হাটহাজারী পৌরসভার পুরাতন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পৌর কর্তৃপক্ষ সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মধ্যে ভিজিএফ চাল বিতরণ শুরু করে পৌর কতৃর্পক্ষ।
চাল বিতরণের পূর্বে ভিজিএফ কার্ডপ্রাপ্তরা পৌরসভার পুরাতন ভবনের বারান্দায় লাইনে দাঁড়িয়ে অবস্থান নেয়। এ সময় ভিজিএফ কার্ড নিয়ে অন্যদের মতো লাইনে দাঁড়িয়ে ছিলেন গিয়াস উদ্দিনও। হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে তিনি ঘটনাস্থলেই মারা যান।
হাটহাজারী মডেল থানার অফিসার ওসি বেলাল উদ্দিন জাহাংগীর বিষয়টি নিশ্চিত করেন।
হাটহাজারী পৌরসভার প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন বলেন, ঘটনার সময় তেমন কোনো ভিড় বা হৈ-হুল্লা কিছুই ছিলনা। তিনি হঠাৎ সারিবদ্ধ লাইন থেকে মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।
নিহতের পরিবারকে পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























