অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের কাপাসিয়ায় বাজিতে ক্রিকেট খেলে হেরে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের খেলোয়াড়রা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহত মামুন (১৮) উপজেলার আড়াল গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে ও পেশায় রাজমিস্ত্রি। আর গ্রেফতার শাওন বর্মণ (১৭) একই এলাকার পরিদাশ বর্মণের ছেলে।
শনিবার গ্রেফতারকৃতকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার আড়াল এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, আড়াল গ্রামের উঠতি বয়সের কিশোরদের দুটি পক্ষ বাজিতে ক্রিকেট খেলে একটি পক্ষ হেরে যায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে বাড়ি ফেরার পথে আড়াল বাজারের একটি ইটভাটার পাশে পূর্ব থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষরা নিহত মামুনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মুমূর্ষু অবস্থায় ফেলে যায়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মামুন খুবই দরিদ্র পরিবারের এবং সে রাজমিস্ত্রির কাজ করত।
নিহতের মা হাদিয়া বেগম বাদী হয়ে ৫ জনকে আসামি করে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল মিয়া জানান, গ্রেফকারকৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 

























