ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অঙ্গীকার করার পরও ব্যাংকিং কমিশন কেন হবে না: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

অঙ্গীকার করার পরও ব্যাংকিং কমিশন গঠন না করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

সাবেক আইনমন্ত্রী বলেন, ‘বাজেট ঘোষণার দুদিন আগেও অর্থমন্ত্রী ব্যাংকিং খাতের লুটপাটের লাগাম টেনে ধরতে ব্যাংকিং কমিশন গঠনের কথা বলেছিলেন। সবাই দাবি করেছিলেন। কিন্তু বাজেটে এ ব্যাপারে একটিও কথাও বলেননি অর্থমন্ত্রী। গতকাল বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও এ বিষয়টি এড়িয়ে গেছেন।’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মওদুদ।

গত কয়েক বছর ধরে ব্যাংক খাতে খেলাপি ঋণ নিয়ে তুমুল আলোচনা চলছে। জালিয়াতি করে ব্যাংক থেকে ঋণের নেয়ার পর তা মেরে দেয়ার ঘটনা ঘটেছে। সব মিলিয়ে খেলাপি ও অবলোপন করা ঋণ মিলিয়ে এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

ব্যাংক খাতকে শৃঙ্খলা বাঁধতে জুনের যেকোনো সময় কমিশন করার কথা বলেছিলেন অর্থমন্ত্রী। কিন্ত বাজেট পেশের পরদিন ৮ জুন সংবাদ সম্মেলনে তিনি জানান, এই কমিশন হচ্ছে না।

মুহিত বলেন, ‘ব্যাংকিং কমিশন আমি করতে চেয়েছিলাম। কিন্তু সেটা আর করছি না। এজন্য কাগজপত্র সব তৈরি করে রেখে দিচ্ছি, আমি এটা দিয়ে যাব। আগামী সরকারে কে আসবে সেটা জানি না। আগামীতে যে সরকার আসবে তার জন্যই এটা রেখে যাচ্ছি।’

মওদুদ প্রস্তাবিত বাজেটেরও সমালোচনা করেন। বলেন, ‘এই বাজেটে বিনিয়োগেরও কোনো কথা নেই। এতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণির মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এখানে কোনো আশার বাণী নেই। এর ফলে ধনী আরো ধনী হবে আর গরিব আরও গরিব হবে।’

আয়োজক সংগঠন ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ এর আলোচনায় সংগঠনের সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

এ সময় চলমান মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে প্রাণহানির সমালোচনা করে এর পেছনে দায়ীদের বিচারের মুখোমুখি করারও অঙ্গীকার করেন বিএনপি নেতা।

দুর্নীতির মামলায় কারাদণ্ড পাওয়া দলীয় সভাপতি বেগম খালেদা জিয়ারও মুক্তি দাবি করেন মওদুদ। আর অচিরেই সরকারবিরোধী কঠোর কর্মসূচি দেয়ার কথাও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অঙ্গীকার করার পরও ব্যাংকিং কমিশন কেন হবে না: মওদুদ

আপডেট সময় ০৩:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

অঙ্গীকার করার পরও ব্যাংকিং কমিশন গঠন না করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

সাবেক আইনমন্ত্রী বলেন, ‘বাজেট ঘোষণার দুদিন আগেও অর্থমন্ত্রী ব্যাংকিং খাতের লুটপাটের লাগাম টেনে ধরতে ব্যাংকিং কমিশন গঠনের কথা বলেছিলেন। সবাই দাবি করেছিলেন। কিন্তু বাজেটে এ ব্যাপারে একটিও কথাও বলেননি অর্থমন্ত্রী। গতকাল বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও এ বিষয়টি এড়িয়ে গেছেন।’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মওদুদ।

গত কয়েক বছর ধরে ব্যাংক খাতে খেলাপি ঋণ নিয়ে তুমুল আলোচনা চলছে। জালিয়াতি করে ব্যাংক থেকে ঋণের নেয়ার পর তা মেরে দেয়ার ঘটনা ঘটেছে। সব মিলিয়ে খেলাপি ও অবলোপন করা ঋণ মিলিয়ে এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

ব্যাংক খাতকে শৃঙ্খলা বাঁধতে জুনের যেকোনো সময় কমিশন করার কথা বলেছিলেন অর্থমন্ত্রী। কিন্ত বাজেট পেশের পরদিন ৮ জুন সংবাদ সম্মেলনে তিনি জানান, এই কমিশন হচ্ছে না।

মুহিত বলেন, ‘ব্যাংকিং কমিশন আমি করতে চেয়েছিলাম। কিন্তু সেটা আর করছি না। এজন্য কাগজপত্র সব তৈরি করে রেখে দিচ্ছি, আমি এটা দিয়ে যাব। আগামী সরকারে কে আসবে সেটা জানি না। আগামীতে যে সরকার আসবে তার জন্যই এটা রেখে যাচ্ছি।’

মওদুদ প্রস্তাবিত বাজেটেরও সমালোচনা করেন। বলেন, ‘এই বাজেটে বিনিয়োগেরও কোনো কথা নেই। এতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণির মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এখানে কোনো আশার বাণী নেই। এর ফলে ধনী আরো ধনী হবে আর গরিব আরও গরিব হবে।’

আয়োজক সংগঠন ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ এর আলোচনায় সংগঠনের সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

এ সময় চলমান মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে প্রাণহানির সমালোচনা করে এর পেছনে দায়ীদের বিচারের মুখোমুখি করারও অঙ্গীকার করেন বিএনপি নেতা।

দুর্নীতির মামলায় কারাদণ্ড পাওয়া দলীয় সভাপতি বেগম খালেদা জিয়ারও মুক্তি দাবি করেন মওদুদ। আর অচিরেই সরকারবিরোধী কঠোর কর্মসূচি দেয়ার কথাও জানান তিনি।