অাকাশ জাতীয় ডেস্ক:
সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব আবদুল মান্নান। পাশাপাশি সরকারি বাণিজ্য সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এ নতুন চেয়ারম্যান ও মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একাধিক আদেশ জারি করা হয়েছে।
পিএসসির সদস্য হিসেবে আবদুল মান্নানকে নিয়োগ দিয়ে আদেশে বলা হয়- অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে আদেশে উল্লেখ করা হয়। আবদুল মান্নানের ৬৫ বছর পূর্ণ হওয়া অর্থাৎ ২০২২ সালের ২ নভেম্বর পর্যন্ত পিএসসির সদস্য হিসেবে দায়িত্বপালন করবেন। তাকে নিয়ে এখন পিএসসির সদস্য সংখ্যা হলো ১৪ জন।
এইদিকে টিসিবির নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীর। সেনা কর্মকর্তা হাসান জাহাঙ্গীরকে এই নিয়োগ দিয়ে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই আদেশে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মো. গোলাম আম্বিয়াকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।
অপর এক আদেশে এমআরপি অ্যান্ড এমআরভি প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। আর এই প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল আলম। এ জন্য শহিদুল আলমকে সুরক্ষাসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















