অাকাশ জাতীয় ডেস্ক:
বৃহস্পতিবার আগামী এক বছরের আয়-ব্যয়ের যে হিসাব বা বাজেট উপস্থাপন হতে যাচ্ছে, সেটি গণবিরোধী হবে বলে আগেই অনুমান করেছেন রুহুল কবির রিজভী।
বাজেট পেশের দুইদিন আগে নয়াপল্টনে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, ‘গণবিরোধী সরকারের কাছ থেকে জনকল্যাণমুখী কোনো বাজেট পাওয়ার প্রত্যাশা কেউ করতে পারে না। যে একটা গণবিরোধী সরকার সে গণসম্পৃক্ত জনকল্যাণমূলক কোনো বাজেট দেবে এটার কোনো কারণ নেই।’
আজ বসেছে সংসদের বছরের সবচেয়ে বড় অধিবেশন। গ্রীষ্মকালীন এই অধিবেশনেই পেশ হবে ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট। গত বছরের চেয়ে এবার বাজেটের আকার ১৭ শতাংশ বেশি হবে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আগের বছর চার লাখ কোটি টাকার বাজেট ঘোষণা হলেও এবার তার আকার হবে চার লাখ ৬৮ হাজার কোটি টাকা। বাজেটে নতুন করে কোনো করারোপ হবে না, আগেই জানিয়ে দিয়েছেন তিনি।
তবে বাজেট দেখে সার্বিক মূল্যায়ন করা হবে বলেও জানান রিজভী। বলেন, ‘বাজেট পেশ করা হোক তারপর আমরা আপনাদের জানাবো এই বাজেটের আদি অন্ত বিশ্লেষণ করে কী ফুটে ওঠে তা তুলে ধরব।’
গণতন্ত্র সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে, অর্থনীতিও যথেষ্ট শক্তিশালী- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যেও প্রতিক্রিয়া জানান রিজভী। বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলাদেশের জনগণের সঙ্গে শ্রেষ্ঠ তামাশা। প্রধানমন্ত্রী বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে আমি বলব এগিয়ে যাচ্ছে তবে তা পিছনের দিকে এগিয়ে যাচ্ছে।’
‘সারা দেশে সড়ক-মহাসড়ক এখন ছোট ছোট খালে পরিণত হয়েছে। বর্তমান সরকারের উন্নয়ন শুধু সাইনবোর্ড আর বিলবোর্ডে শোভা পায়।’
দেশে সড়ক-মহাসড়ক ও গ্রামীণ সড়ক মিলে ৮৫ হাজার কিলোমিটার সড়ক বেহাল দাবি করে বিএনপি নেতা বলেন, ‘সড়কের খানাখন্দ আর দুর্ভোগের আশঙ্কায় লাখ লাখ মানুষ ঈদে বাড়ি যেতে পারবে কি না চিন্তিত।’
‘তারা বিকল্পভাবে বাড়ি যেতে ট্রেনের টিকিটের পিছনে ছুটছে, সেখানেও পাচ্ছে না কাঙ্ক্ষিত টিকিট।’
সরকারের ‘বেপারোয়া লুটপাট নীতি’র কারণে সড়কে দুর্দশা কাটছে না বলেও অভিযোগ করেন রিজভী। বলেন, ‘আমরা চরম ধিক্কার জানাই যারা মানুষকে নূন্যতম সেবা দিতে পারে না।’
আওয়ামী লীগ আবার ‘ভোটারবিহীন নির্বাচন’ করতে চাইছে অভিযোগ করে রিজভী বলেন, এ জন্যই বেগম খালেদা জিয়াকে ‘মিথ্যা মামলায়’ আটকে রেখেছে।
জনগণের কঠোর আন্দোলনের মাধ্যমেই ‘গণতন্ত্র’ প্রতিষ্ঠিত হবে এবং সেট বেগম খালেদাই করবেন বলেও দাবি করেন বিএনপি নেতা।
মাদকবিরোধী অভিযানের মধ্যে সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ওমরাহ করতে সৌদি আরব যেতে দেয়ারও সমালোচনা করেন রিজভী।
বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, আহমেদ আযম খান, উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী শপু, নির্বাহী সদস্য শামসুজ্জামান সুরুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















