ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ নির্বাচন তাদের লড়াইয়ের ফসল যারা চব্বিশের গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়েছে:নাহিদ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে হবে: সালাহউদ্দিন ভুটানকে ১২ গোলে উড়িয়ে সাফে দারুণ শুরু বাংলাদেশের ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৭ তিন মাসের মাথায় ফের ‘শাটডাউনে’ মার্কিন সরকার মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে ফ্রি ইন্টারনেট পাবে সবাই: মাহদী আমিন ‘আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না’:জামায়াত আমীর শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর দেশে পৌঁছেছে এক লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

গিয়াস কাদের চৌধুরীর বক্তব্য বিকৃত করা হয়েছে: বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বাড়িতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি। শুক্রবার দুপুরে নগরীর কাজীর দেউড়ি এলাকার নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ে নগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

লিখিত বক্তেব্যে তিনি বলেন, চট্টগ্রামের একটি আঞ্চলিক পত্রিকা কিছুদিন আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছিল। পরে বিএনপির পক্ষ থেকে ওই পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। এরপর থেকে পত্রিকাটি বিএনপির বিরুদ্ধে লেগে রয়েছে।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যকে অসৎ উদ্দেশ্যে সম্পূর্ণরূপে বিকৃত করে প্রকাশ করেছে ওই পত্রিকা। একই অনুষ্ঠানের খবর অন্যন্য পত্রিকাতে প্রকাশিত হয়েছে সঠিকভাবে। এরপর প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাঠালেও তারা তা প্রকাশ করেনি। ওই সংবাদকে কেন্দ্র করে গিয়াস কাদের চৌধুরী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত বুধবার রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা মধ্যযুগীয় কায়দায় গিয়াস কাদের চৌধুরীর নগরীর বাসভবনে হামলা করেছে। তারা দারোয়ানকে মারধর ও বাসার সামনে পার্কিং করা ১০-১২ টি গাড়ি ভাঙচুর করে। যারা ভাঙচুর করেছে তাদের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। তারপরও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তাদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির নগর সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, এ ধরনের হামলা কখনও কাম্য নয়। বর্তমানে এ সরকারের আমলে কেউ নিরাপদ নয়। এমনকি জড় পদার্থও নিরাপদ নয়। জড় পদার্থের প্রতিও অমানবিক আচরণ করা হচ্ছে। গিয়াস কাদের চৌধুরীর কেউ ওই বাড়িতে থাকেন না। তারপরও তাদের গাড়িগুলোকে যেভাবে ভাঙচুর করা হয়েছে তা সভ্য সমাজে ভাবা যায় না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপি নেতা আবদুল গফ্ফার চৌধুরী, উত্তর জেলা বিএনপি নেতা আবু বকর সোহেলসহ বিএনপির উত্তর দক্ষিণ ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত গত ২৮ মে ফটিকছড়িতে বিএনপির একটি ইফতার মাহফিলে বক্তব্য দেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন- এমন অভিযোগ এনে তার বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেছেন চট্টগ্রামের আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা। এর মধ্যে একটি মামলায় গিয়াস কাদেরের বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারি করেছেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ নির্বাচন তাদের লড়াইয়ের ফসল যারা চব্বিশের গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়েছে:নাহিদ

গিয়াস কাদের চৌধুরীর বক্তব্য বিকৃত করা হয়েছে: বিএনপি

আপডেট সময় ০৭:৫৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বাড়িতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি। শুক্রবার দুপুরে নগরীর কাজীর দেউড়ি এলাকার নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ে নগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

লিখিত বক্তেব্যে তিনি বলেন, চট্টগ্রামের একটি আঞ্চলিক পত্রিকা কিছুদিন আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছিল। পরে বিএনপির পক্ষ থেকে ওই পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। এরপর থেকে পত্রিকাটি বিএনপির বিরুদ্ধে লেগে রয়েছে।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যকে অসৎ উদ্দেশ্যে সম্পূর্ণরূপে বিকৃত করে প্রকাশ করেছে ওই পত্রিকা। একই অনুষ্ঠানের খবর অন্যন্য পত্রিকাতে প্রকাশিত হয়েছে সঠিকভাবে। এরপর প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাঠালেও তারা তা প্রকাশ করেনি। ওই সংবাদকে কেন্দ্র করে গিয়াস কাদের চৌধুরী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত বুধবার রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা মধ্যযুগীয় কায়দায় গিয়াস কাদের চৌধুরীর নগরীর বাসভবনে হামলা করেছে। তারা দারোয়ানকে মারধর ও বাসার সামনে পার্কিং করা ১০-১২ টি গাড়ি ভাঙচুর করে। যারা ভাঙচুর করেছে তাদের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। তারপরও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তাদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির নগর সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, এ ধরনের হামলা কখনও কাম্য নয়। বর্তমানে এ সরকারের আমলে কেউ নিরাপদ নয়। এমনকি জড় পদার্থও নিরাপদ নয়। জড় পদার্থের প্রতিও অমানবিক আচরণ করা হচ্ছে। গিয়াস কাদের চৌধুরীর কেউ ওই বাড়িতে থাকেন না। তারপরও তাদের গাড়িগুলোকে যেভাবে ভাঙচুর করা হয়েছে তা সভ্য সমাজে ভাবা যায় না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপি নেতা আবদুল গফ্ফার চৌধুরী, উত্তর জেলা বিএনপি নেতা আবু বকর সোহেলসহ বিএনপির উত্তর দক্ষিণ ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত গত ২৮ মে ফটিকছড়িতে বিএনপির একটি ইফতার মাহফিলে বক্তব্য দেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন- এমন অভিযোগ এনে তার বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেছেন চট্টগ্রামের আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা। এর মধ্যে একটি মামলায় গিয়াস কাদেরের বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারি করেছেন আদালত।