অাকাশ জাতীয় ডেস্ক:
নেতাদের বক্তব্য চলাকালে প্রায় সময়ই স্লোগান দিয়ে অনুষ্ঠানস্থল মুখরিত করে রাখেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যা নিয়ে প্রায়ই বিরক্তি প্রকাশ করেন দলের শীর্ষ নেতারা। এমনকি দলীয় প্রধান বেগম খালেদা জিয়াও কখনো কখনো বিরক্ত হয়ে স্লোগান বন্ধ করার নির্দেশ দিয়েছেন। কখনো আবার বক্তব্যের মাঝখানে স্লোগান না দেয়ার আহ্বানও জানানো হয় মঞ্চ থেকে।
কিন্তু কে শোনে কার কথা! মঞ্চের সামনে থেকে যখন একদিক থেকে নেতাকর্মীরা স্লোগান শুরু করেন, তখন অন্যদিকে বসা নেতাকর্মীরা চুপ করে বসে থাকবেন তা কি আর হয়? তারাও উচ্চকণ্ঠে শুরু করেন স্লোগান।
এসব স্লোগানে প্রায়ই নিজ নিজ শাখা এবং পছন্দের নেতাদের নাম শোনা যায়। যাতেও আপত্তি বেগম খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ নেতাদের।
অনেক সময় ধমক দিয়ে নেতাদের বলতে শোনা গেছে, ‘তোমরা উত্তর-দক্ষিণ, অমুক ভাই, তমুক ভাইয়ের নামের স্লোগান দেবে না। বিএনপির অনেক ভালো স্লোগান আছে সেগুলো দেবে।’
তবে এমন ধমক খুব বেশি কাজে আসে না বিএনপির অনুষ্ঠানে। যার পুনরাবৃত্তি ঘটেছে মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে।
বক্তব্যের মাঝখানে নেতাকর্মীরা স্লোগান দিলে এক পর্যায়ে বিরক্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘মাঠে নেমেছেন কখনো? আপনারা আমাদেরকে মাঠে নামতে বলেন! আপনাদের সময় আমরাও মাঠে নেমেছি, আন্দোলন সংগ্রাম করেছি।’
মওদুদ আহমদের বক্তব্য চলাকালে নেতাকর্মীরা স্লোগান দেয়ায় তার বক্তব্য দিতে অসুবিধা হচ্ছিল। তখন সভাপতির আসন থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাত তুলে দলের নেতাকর্মীদের স্লোগান থামাতে বলেন। কিন্তু তারা স্লোগান চালিয়ে যান। এক পর্যায়ে বিরক্ত হন মওদুদ।
তবে তাতেও ক্ষ্যান্ত হননি নেতাকর্মীরা। মওদুদ আহমদের পর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বক্তব্য দিতে উঠলে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান শুরু করেন।
তখন তিনি বিরক্ত হয়ে নেতাকর্মীদের স্লোগান থামিয়ে বলেন, ‘স্লোগান বন্ধ করেন, স্লোগান দেবেন না। স্লোগান আর ভালো লাগে না।আপনারা স্লোগান এখানে না দিয়ে যদি গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শুরু করে জেলগেট পর্যন্ত দিতে পারেন, তবেই তো কাজে লাগবে। রাজপথে স্লোগান তুলুন, জেলের তালা ভাঙবো, দেশ মাতাকে আনবো।’
এরপর একে একে অন্য নেতারা জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন।
সবশেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য শেষ করার আগ মুহূর্তে নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করলে তিনি থামিয়ে দিয়ে বলেন, বক্তব্য শেষ করে আনছি। স্লোগান বন্ধ করুন।
প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















