আকাশ বিনোদন ডেস্ক:
বিশ্ববাসীকে রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইউনিসেফের শুভেচ্ছা দূত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কক্সবাজারে তিনদিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আজ বৃহস্পতিবার (২৪ মে) ঢাকায় ফেরার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।
প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘নিরাপদ পানির খুব কাছেই রোহিঙ্গাদের টয়লেট। এতে করে যখন বৃষ্টি হয় তখন টয়লেট থেকে চুয়ে চুয়ে ময়লা পানি নিরাপদ পানির সঙ্গে যুক্ত হয়ে যায়। এতে করে রোগ-জীবাণু ছড়ায়।’
তিনি আরো বলেন, ‘তারা খুবই আত্মকেন্দ্রিক। তারা একসঙ্গে অনেকে থাকে। যেখানে কোনো জানালা নেই। তারা যেখানে থাকছে তা তৈরি করা হয়েছে বাঁশ-প্লাস্টিক ইত্যাদি দিয়ে। এছাড়া তাদের কর্মক্ষেত্রেরও কোনো ব্যবস্থা নেই। এখানকার শিশুরা ওই সময়টা খুঁজে বেড়ায় যে তাদের সঙ্গে কি হয়েছিল।’
প্রিয়াংকা বলেন, ‘আমি মনে করি সমাজের উচিত তাদের প্রতি আরো খেয়াল করা। তারা কোথা থেকে আসল, তাদের বাবা-মা কে, বা তারা কোন পরিবেশ থেকে এসেছে অথবা তারা কোন ধর্মের এসব কোনো কিছুতেই কিছু যায় আসে না। এসব শিশুর শুধুই দরকার একটু সহানুভূতি।
এসময় তিনি আরো বলেন, ‘তবে শুধুমাত্র এই শিশুরাই নয়, বিশ্বের সব রিফিউজি শিশুর সহানুভূতি দরকার। কারণ তারা এটা চায়। এসব শিশু আমাদের থেকেই পাওয়ার যোগ্য। তারা আমাদের থেকে সহানুভূতি পেতেই পারে।
সুতরাং আমাদের বিশ্বের সবাই যেখান থেকে যেভাবে, যতটুকু পারি তা দিয়ে এই রোহিঙ্গা শিশুদের সাহায্য করা উচিত। যাতে করে অন্তত তারা তাদের পরিবার নিয়ে একটু নিরাপদভাবে এখানে বসবাস করতে পারে।’
আকাশ নিউজ ডেস্ক 



















