ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আরও তিনবার আ.লীগকে ক্ষমতায় আনতে হবে: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এজন্য আরও টানা তিন বার তিনি বর্তমান সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন।

শনিবার বিকালে ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে এক শ্রমিক সমাবেশে এ কথা বলেন মন্ত্রী। মহান মে দিবস এই সমাবেশের আয়োজন করে শ্রমিক লীগ।

খন্দকার মোশাররফ বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। এখন থেকেই আমাদের নির্বাচনমুখী হতে হবে। আজ থেকেই আমি নির্বাচনী প্রচারণা শুরু করলাম।’

‘আপনারা সবাই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতীকে ভোট চাইবেন। আগামীতে একটানা আরও তিনবার আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সারাদেশে এখন উন্নয়নের কাজ হচ্ছে। বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তারা উন্নয়ন করেনি। দুর্নীতির মাধ্যমে নিজেদের পকেট ভারী করেছেন।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের অন্যতম উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে রুপ দিয়েছেন। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে বেশি সৎ রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। গত দুই মেয়াদের নয় বছরে আওয়ামী লীগ সরকারে উন্নয়নের সফল জনগণ ভোগ করছে।’

জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান মন্ত্রী। এজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিএনপিকে নিয়ে সমালোচনা করেন মোশাররফ হোসেন। বলেন, ‘বিএনপি কথায় কথায় বলে এখন নাকি দেশে গণতন্ত্র নেই। আসলে বিএনপিই গণতন্ত্রের সংজ্ঞা জানে না। যারা বন্ধুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাদের কাছ থেকে গণতন্ত্র আওয়ামী লীগকে শিখতে হবে না।’

‘বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে জেলে গেছেন। তাকে আওয়ামী লীগ জেলে নেয়নি। খালেদা জিয়াকে জেলে নেয়ার পেছনে আওয়ামী লীগের কোনো হাত নেই। খালেদা জিয়াকে সাজা দিয়েছে আদালত। উচ্চ আদালতই পারে খালেদা জিয়াকে সাজা কমাতে কিংবা মাফ করতে।’

‘আদালতের বাইরে কেবলমাত্র মহামান্য রাষ্ট্রপতিই পারেন সাধারণ ক্ষমা ঘোষণা করতে। সেখানে বেগম খালেদা জিয়াকে এতিমের টাকা চুরির দায় স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। তবেই মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা ঘোষণা করতে পারেন।’

সমাবেশ শেষে ঢাকা থেকে আগত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, কোতয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্যা, যুবলীগের সভাপতি এ এইচ এম ফোয়াদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আরও তিনবার আ.লীগকে ক্ষমতায় আনতে হবে: মোশাররফ

আপডেট সময় ১১:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এজন্য আরও টানা তিন বার তিনি বর্তমান সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন।

শনিবার বিকালে ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে এক শ্রমিক সমাবেশে এ কথা বলেন মন্ত্রী। মহান মে দিবস এই সমাবেশের আয়োজন করে শ্রমিক লীগ।

খন্দকার মোশাররফ বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। এখন থেকেই আমাদের নির্বাচনমুখী হতে হবে। আজ থেকেই আমি নির্বাচনী প্রচারণা শুরু করলাম।’

‘আপনারা সবাই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতীকে ভোট চাইবেন। আগামীতে একটানা আরও তিনবার আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সারাদেশে এখন উন্নয়নের কাজ হচ্ছে। বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তারা উন্নয়ন করেনি। দুর্নীতির মাধ্যমে নিজেদের পকেট ভারী করেছেন।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের অন্যতম উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে রুপ দিয়েছেন। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে বেশি সৎ রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। গত দুই মেয়াদের নয় বছরে আওয়ামী লীগ সরকারে উন্নয়নের সফল জনগণ ভোগ করছে।’

জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান মন্ত্রী। এজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিএনপিকে নিয়ে সমালোচনা করেন মোশাররফ হোসেন। বলেন, ‘বিএনপি কথায় কথায় বলে এখন নাকি দেশে গণতন্ত্র নেই। আসলে বিএনপিই গণতন্ত্রের সংজ্ঞা জানে না। যারা বন্ধুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাদের কাছ থেকে গণতন্ত্র আওয়ামী লীগকে শিখতে হবে না।’

‘বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে জেলে গেছেন। তাকে আওয়ামী লীগ জেলে নেয়নি। খালেদা জিয়াকে জেলে নেয়ার পেছনে আওয়ামী লীগের কোনো হাত নেই। খালেদা জিয়াকে সাজা দিয়েছে আদালত। উচ্চ আদালতই পারে খালেদা জিয়াকে সাজা কমাতে কিংবা মাফ করতে।’

‘আদালতের বাইরে কেবলমাত্র মহামান্য রাষ্ট্রপতিই পারেন সাধারণ ক্ষমা ঘোষণা করতে। সেখানে বেগম খালেদা জিয়াকে এতিমের টাকা চুরির দায় স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। তবেই মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা ঘোষণা করতে পারেন।’

সমাবেশ শেষে ঢাকা থেকে আগত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, কোতয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্যা, যুবলীগের সভাপতি এ এইচ এম ফোয়াদ প্রমুখ।