ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

শ্রমিকদের ভোট পেতে মরিয়া জাহাঙ্গীর ও হাসান

অাকাশ জাতীয় ডেস্ক:

কাক ডাকা ভোর থেকে শুরু হয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা। ভুভুজেলা বাঁশি ও মাইকের শব্দে ঘুম ভাঙে নগরবাসীর। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে এ চিত্র এখন প্রতিদিনের।

তবে শনিবার শিল্পনগরী টঙ্গীর চিত্র ছিল অন্যরকম। এদিন সকাল থেকেই ২০ দলীয় জোটের ধানের শীষের প্রার্থী হাসান উদ্দিন সরকার ও ১৪ দলীয় জোটের নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম চষে বেড়ান টঙ্গীর শ্রমিক অধ্যুষিত এলাকা।

শনিবার দুপুরে টঙ্গীর বিসিক এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। এসময় নজিরবিহীন শ্রমিক জনতার ঢল নামে নৌকা প্রতীকের প্রার্থীর পথসভায়। চারিদিক থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জাহাঙ্গীরের গাড়ির সঙ্গে ধীরগতিতে এগুতে থাকে। জনতার ঢল মূল সড়ক থেকে অলিতে গলিতে ছড়িয়ে পড়ে। মিছিল যতই এগুতে থাকে আশপাশের নারী-পুরুষ একনজর নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলমকে দেখার জন্য রাস্তায় নেমে আসেন। এসময় জাহাঙ্গীর আলম নৌকার লিফলেট ও গলায় ঝুলানোর ব্যাচ সবার হাতে তুলে দেন।

মিছিল নিয়ে জাহাঙ্গীর আলমের গাড়িবহর বিসিক টাংকির মোড়ে পৌঁছালে জাহাঙ্গীর আলম সমর্থকদের সঙ্গে পায়ে হেঁটে ফকির মার্কেট এলাকার পথসভায় যান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন দেন।

এসময় গগণবিদারী স্লোগানে স্লোগানে জাহাঙ্গীরকে বরণ করে নেয় টঙ্গীর বিসিক এলাকার শ্রমিকরা। সমর্থকরা ‘চারিদিকে একি শুনি, নৌকার জয়ধ্বনি’, ‘শ্রমিকের মার্কা নৌকা, জনতার মার্কা নৌকা’ এমন স্লোগান দিতে থাকে।

পরে জাহাঙ্গীর আলম নগরীর ৪৩, ৪৪ ও ৪৭ নম্বর ওয়ার্ডের পাগাড় পাঠানপাড়া, ঝিনু মার্কেট, টিএন্ডটি বাজার, কেটু মোড়, গোপালপুর, শিলমুন, মরকুন পথসভায় বক্তব্য দেন।

এসময় তার সঙ্গে ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সহ-সভাপতি আসাদুর রহমান কিরন, বীর মুক্তিযোদ্ধা ও টঙ্গী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, শ্রমিক লীগের আঞ্চলিক সদস্য বি কম মতি, বিসিক শ্রমীক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মনির সরকার, ছাত্রলীগ টঙ্গী কলেজ শাখার সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

দিনভর ব্যস্ত হাসান সরকারও

অপরদিকে ধানের শীষের মিডিয়া সেল প্রধান ডা. মাজহার জানান, ২০ দলীয় জোট মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার শনিবার সকাল ১০টায় শ্রমিক অধ্যুষিত টঙ্গীর দত্তপাড়া বনমালা রোডে গণসংযোগ করেন। এরপর তিনি বনমালা রেলগেট, দত্তপাড়া রিয়া গার্মেন্টস মোড় ও বিকালে টঙ্গীর মিলগেটে এবং সন্ধ্যায় আরিচপুর মধুমিতা কাঁচা বাজারে নির্বাচনী সভা করেন।

এসময় তার সঙ্গে ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সিনিয়র সহসভাপতি সালাহ উদ্দিন সরকার, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি প্রভাষক বসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন প্রমুখ। এছাড়া ঢাকা মহানগর বিএনপি ও ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা ৫৭টি ওয়ার্ডে পৃথকভাবে গণসংযোগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

শ্রমিকদের ভোট পেতে মরিয়া জাহাঙ্গীর ও হাসান

আপডেট সময় ১১:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

কাক ডাকা ভোর থেকে শুরু হয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা। ভুভুজেলা বাঁশি ও মাইকের শব্দে ঘুম ভাঙে নগরবাসীর। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে এ চিত্র এখন প্রতিদিনের।

তবে শনিবার শিল্পনগরী টঙ্গীর চিত্র ছিল অন্যরকম। এদিন সকাল থেকেই ২০ দলীয় জোটের ধানের শীষের প্রার্থী হাসান উদ্দিন সরকার ও ১৪ দলীয় জোটের নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম চষে বেড়ান টঙ্গীর শ্রমিক অধ্যুষিত এলাকা।

শনিবার দুপুরে টঙ্গীর বিসিক এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। এসময় নজিরবিহীন শ্রমিক জনতার ঢল নামে নৌকা প্রতীকের প্রার্থীর পথসভায়। চারিদিক থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জাহাঙ্গীরের গাড়ির সঙ্গে ধীরগতিতে এগুতে থাকে। জনতার ঢল মূল সড়ক থেকে অলিতে গলিতে ছড়িয়ে পড়ে। মিছিল যতই এগুতে থাকে আশপাশের নারী-পুরুষ একনজর নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলমকে দেখার জন্য রাস্তায় নেমে আসেন। এসময় জাহাঙ্গীর আলম নৌকার লিফলেট ও গলায় ঝুলানোর ব্যাচ সবার হাতে তুলে দেন।

মিছিল নিয়ে জাহাঙ্গীর আলমের গাড়িবহর বিসিক টাংকির মোড়ে পৌঁছালে জাহাঙ্গীর আলম সমর্থকদের সঙ্গে পায়ে হেঁটে ফকির মার্কেট এলাকার পথসভায় যান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন দেন।

এসময় গগণবিদারী স্লোগানে স্লোগানে জাহাঙ্গীরকে বরণ করে নেয় টঙ্গীর বিসিক এলাকার শ্রমিকরা। সমর্থকরা ‘চারিদিকে একি শুনি, নৌকার জয়ধ্বনি’, ‘শ্রমিকের মার্কা নৌকা, জনতার মার্কা নৌকা’ এমন স্লোগান দিতে থাকে।

পরে জাহাঙ্গীর আলম নগরীর ৪৩, ৪৪ ও ৪৭ নম্বর ওয়ার্ডের পাগাড় পাঠানপাড়া, ঝিনু মার্কেট, টিএন্ডটি বাজার, কেটু মোড়, গোপালপুর, শিলমুন, মরকুন পথসভায় বক্তব্য দেন।

এসময় তার সঙ্গে ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সহ-সভাপতি আসাদুর রহমান কিরন, বীর মুক্তিযোদ্ধা ও টঙ্গী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, শ্রমিক লীগের আঞ্চলিক সদস্য বি কম মতি, বিসিক শ্রমীক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মনির সরকার, ছাত্রলীগ টঙ্গী কলেজ শাখার সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

দিনভর ব্যস্ত হাসান সরকারও

অপরদিকে ধানের শীষের মিডিয়া সেল প্রধান ডা. মাজহার জানান, ২০ দলীয় জোট মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার শনিবার সকাল ১০টায় শ্রমিক অধ্যুষিত টঙ্গীর দত্তপাড়া বনমালা রোডে গণসংযোগ করেন। এরপর তিনি বনমালা রেলগেট, দত্তপাড়া রিয়া গার্মেন্টস মোড় ও বিকালে টঙ্গীর মিলগেটে এবং সন্ধ্যায় আরিচপুর মধুমিতা কাঁচা বাজারে নির্বাচনী সভা করেন।

এসময় তার সঙ্গে ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সিনিয়র সহসভাপতি সালাহ উদ্দিন সরকার, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি প্রভাষক বসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন প্রমুখ। এছাড়া ঢাকা মহানগর বিএনপি ও ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা ৫৭টি ওয়ার্ডে পৃথকভাবে গণসংযোগ করেন।