ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

প্রতিবন্ধী নারীকে গণধর্ষণে অন্তঃসত্ত্বা, সাবেক ইউপি সদস্য গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

মানসিক প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তা এক নারী গণধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। আর এ ঘটনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে সাবেক ইউপি সদস্যসহ পাঁচজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন নির্যাতিতার বোন। এ মামলার আসামিরা ওই নারীকে প্রায়ই মামলা তুলে নিতে হুমকি দিত।

মামলা তুলে না নেয়ার ক্ষোভে ওই অন্তঃসত্ত্বাকে পিটিয়ে গুরুতর আহত করেছে অভিযুক্তরা। এ ঘটনায় মামলার প্রধান আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। আর এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়।

মামলার আসামিরা হলেন উপজেলার কাচারিভিটা গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে নজরুল ইসলাম শেখ ওরফে বাবুল (৪৬), মুনসুর শেখের ছেলে কবির শেখ (৩৮), আফছের হাওলাদারের ছেলে নুরুল ইসলাম হাওলাদার (৩৮), মনিন্দ্র বিশ্বাসের ছেলে চীকমনি বিশ্বাস (৫৫) ও একই উপজেলার নয়াকান্দি গ্রামের মনিন্দ্র বিশ্বাসের ছেলে অনিল বিশ্বাস (৩৫)।

গ্রেফতারকৃত সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ওরফে বাবুল (৪৬) উপজেলার কাচারিভিটা গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে।

বুধবার সকালে উপজেলার ওই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া উপজেলার নয়াকান্দি গ্রামে ওই নারীকে মারধর করা হয়েছে। পরে সন্ধ্যায় তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিতা নারীর বোন ও মামলার বাদী মুক্তি বেগম বলেন, মানসিক সমস্যার কারণে প্রায় ৮-১০ বছর আগে আমার বোনকে তার স্বামী ছেড়ে দেয়। এরপর থেকে সে বাবার বাড়িতে বসবাস করত।

গত বছরের ২ অক্টোবর ৪-৫ জন যুবক আমার বোনকে ধর্ষণ করে। এ ঘটনায় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি পাঁচজনকে আসামি করে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করা হয়।

মামলার পর থেকেই আসামিরা জীবননাশসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা বোনকে আসামিরা মারধর করে মারাত্মক আহত করে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হক জানান, অন্তঃসত্ত্বা এক নারীকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ণ রয়েছে।

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানিয়েছেন, এ ঘটনার পর প্রধান আসামি নজরুল ইসলাম শেখকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

প্রতিবন্ধী নারীকে গণধর্ষণে অন্তঃসত্ত্বা, সাবেক ইউপি সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৫:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

মানসিক প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তা এক নারী গণধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। আর এ ঘটনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে সাবেক ইউপি সদস্যসহ পাঁচজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন নির্যাতিতার বোন। এ মামলার আসামিরা ওই নারীকে প্রায়ই মামলা তুলে নিতে হুমকি দিত।

মামলা তুলে না নেয়ার ক্ষোভে ওই অন্তঃসত্ত্বাকে পিটিয়ে গুরুতর আহত করেছে অভিযুক্তরা। এ ঘটনায় মামলার প্রধান আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। আর এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়।

মামলার আসামিরা হলেন উপজেলার কাচারিভিটা গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে নজরুল ইসলাম শেখ ওরফে বাবুল (৪৬), মুনসুর শেখের ছেলে কবির শেখ (৩৮), আফছের হাওলাদারের ছেলে নুরুল ইসলাম হাওলাদার (৩৮), মনিন্দ্র বিশ্বাসের ছেলে চীকমনি বিশ্বাস (৫৫) ও একই উপজেলার নয়াকান্দি গ্রামের মনিন্দ্র বিশ্বাসের ছেলে অনিল বিশ্বাস (৩৫)।

গ্রেফতারকৃত সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ওরফে বাবুল (৪৬) উপজেলার কাচারিভিটা গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে।

বুধবার সকালে উপজেলার ওই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া উপজেলার নয়াকান্দি গ্রামে ওই নারীকে মারধর করা হয়েছে। পরে সন্ধ্যায় তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিতা নারীর বোন ও মামলার বাদী মুক্তি বেগম বলেন, মানসিক সমস্যার কারণে প্রায় ৮-১০ বছর আগে আমার বোনকে তার স্বামী ছেড়ে দেয়। এরপর থেকে সে বাবার বাড়িতে বসবাস করত।

গত বছরের ২ অক্টোবর ৪-৫ জন যুবক আমার বোনকে ধর্ষণ করে। এ ঘটনায় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি পাঁচজনকে আসামি করে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করা হয়।

মামলার পর থেকেই আসামিরা জীবননাশসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা বোনকে আসামিরা মারধর করে মারাত্মক আহত করে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হক জানান, অন্তঃসত্ত্বা এক নারীকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ণ রয়েছে।

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানিয়েছেন, এ ঘটনার পর প্রধান আসামি নজরুল ইসলাম শেখকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।