অাকাশ জাতীয় ডেস্ক:
সাম্প্রদায়িক শক্তিই ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে হামলা করেছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের প্রধান সমন্বয়কারী ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার বিকালে ফুলার রোড সংলগ্ন ভিসির বাসভবন পরিদর্শন ও উপাচার্যের সঙ্গে সাক্ষাতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময়
সাক্ষাৎ শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, সাম্প্রদায়িক শক্তিই উপাচার্যের বাসায় হামলা করেছে। শান্তিপূর্ণ আন্দোলন যে কেউ করতে পারে। কিন্তু আন্দোলনের নামে একটি অপশক্তি লাশ ফেলতে চেয়েছিল। আমাদের শুধু ১৪ দলের পক্ষ থেকে নয়, সারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বিচারের দাবি করছি।’
তিনি বলেন, গণতান্ত্রিক দেশে এ ধরনের আন্দোলন হতে পারে যে কোনো ইস্যু নিয়ে। আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন দুর্বৃত্তরা মুখোশ পরে ভিসির বাড়িতে হামলা করে। এরা ছাত্র হতে পারে না। হামলাকারীরা ক্রিমিনাল। এ ঘটনার সঙ্গে জড়িতদের যে কোনো মূল্যে বের করতে তদন্ত চলছে। হামলাকারীরা চেয়েছিল আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে। কিন্তু সে চেষ্টা প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে ভণ্ডুল হয়ে গেছে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ ১৪ দলের প্রতিনিধিদল নিয়ে বিকাল পৌনে ৫টার দিকে উপাচার্যের বাসভবনে প্রবেশ করেন মোহাম্মদ নাসিম। বৈঠক শেষে সাড়ে ৫টার পর উপাচার্যের বাসভবন থেকে বের হন তিনি।
সাক্ষাৎকারের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দৈনিক আকাশকে বলেন, ‘তারা জানিয়েছেন- তাদের একটা গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ঐক্য রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন এবং উপাচার্যকে ধন্যবাদ দিয়েছেন। তারা আরও বলেছেন, অপশক্তির একটি বড় প্রচেষ্টা ছিল লাশের রাজনীতি করার এবং রক্তপাত ঘটানোর। সেটিকে সাহসিকতা ও বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবেলা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন’।
উপাচার্য আরও বলেন, ‘এ ঘটনায় যারা তাণ্ডবলীলা চালিয়েছে, যারা দুর্বৃত্ত তাদের বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দাবি জানিয়েছেন ১৪ দলের নেতারা। পাশাপাশি এই ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন, সেটিরও বাস্তবায়ন করা হবে বলে তারা জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















