অাকাশ জাতীয় ডেস্ক:
‘এদেশের মানুষ উপলব্ধি করেছে আগামী নির্বাচনে শেখ হাসিনার কোন বিকল্প নেই। সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তাকে ক্ষমতায় রাখতে হবে। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।’ বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মন্ত্রী বলেন, ‘সৌদি আরবের চেয়েও এদেশের মানুষ ধর্মপরায়ন, কিন্তু ধর্মান্ধ নয়। তবে একটি মহল এদেশের মানুষকে ধর্মান্ধ করার অপচেষ্টা করে আসছে। জাতির অগ্রগতিকে পিছিয়ে দেয়ার জন্য এখনও ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের ব্যপারে সবাইকে সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















