অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর আদাবরের নভোদয় খালে তলিয়ে যাওয়ার চার ঘণ্টা পর উদ্ধার হওয়া জিসানকে (৫) মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, খালে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে রাজধানীর মোহাম নভোদয় হাউজিংয়ের পাশে খালে পড়ে যায় জিসান। পরে সন্ধ্যা সাড়ে ৬ টায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করে।
নিহত জিশানের বাবার নাম মোস্তাফিজুর রহমান ওরফে হাসু মিয়া। নভোদয় হাউজিংয়ের ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে তারা ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন জিসানের বাবা-মা ও স্বজনরা।
জিশানের বোন রুখসানা দৈনিক আকাশকে বলেন, মাগরিবের নামাজের আগে খেলার জন্য বের হয় জিশান। ১০ থেকে ১৫ মিনিট পর লোকজন বলতে থাকে একটি শিশু খালে পড়ে গেছে। এখবর শুনে আমি সেখানে যাই। তখন আমার ছোট ভাইয়ের কথা মনে হলে মোবাইলে থাকা জিশানের ছবি স্থানীয়দেরকে দেখালে তারা জানায় এই শিশুটাই পানিতে পড়েছে।
বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী দৈনিক আকাশকে বলেন, শিশুটি রাস্তার পাশে বল নিয়ে খেলছিল। বলটি পানিতে পড়ে গেলে তোলার জন্য নভোদয় খালে নামলে শিশুটি পানিতে পড়ে যায়। আমরাও পানিতে নেমে ছেলেটিকে উদ্ধারের চেষ্টা করেও সম্ভব হয়নি। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে। ৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে রাত ১০টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে খাল থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে তাকে স্থানীয় শিকদার মেডিকেলে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করে।
পুলিশ বলেন, সন্ধ্যা ৬টার দিকে জাতীয় জরুরি সেবার ৯৯৯ এ স্থানীয়দের ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধার অভিযান শুরু করি। রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হই। তিনি আরও বলেন খালে অতিরিক্ত ময়লা থাকায় উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























