ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

২৮৬টি সুটকেসে টাকা পাচার করেন খালেদা-তারেক: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক: 

ক্ষমতায় এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ২৮৬টি সুটকেসে বিদেশে টাকা পাচার করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ২৮৬টি সুটকেস নিয়ে হজে যান। ওই সুটকেসে টাকা পাচার করেছেন। দেশের টাকা পাচার করে অন্য দেশে বিনিয়োগ করেছেন।’

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবিধান যখন-তখন কাটাছেঁড়া করা সম্ভব নয় মন্তব্য করে হানিফ বলেন, আগামী সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া জয়লাভ করার মতো আর কোনো দল নেই। কারণ, মানুষ বিএনপিকে ভোট দিয়ে দেখেছে। ২০০১ সালে তারা ক্ষমতায় এসে তার (খালেদা জিয়া) দুই ছেলে হাওয়া ভবন তৈরি করে। পর পর পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায়।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ে আওয়ামী লীগের হস্তক্ষেপ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালে এই মামলা করে। ১০ বছর আইনি লড়াইয়ের পর ২০১৮ সালে রায় দিয়েছেন আদালত। আদালতের রায়ে কেন আওয়ামী লীগের হস্তক্ষেপ থাকবে?’

বিএনপির অনেক নেতা খালেদা আর তারেকের নেতৃত্ব মানতে চায় না মন্তব্য করে দলটির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আন্দোলন করে খালেদা জিয়াকে জেল থেকে বের করা যাবে না। আইনি লড়াই করেই তাকে মুক্ত করতে হবে।’

দীর্ঘ দুই যুগ পর আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে নেতাকর্মীদের মাঝে। মিছিল আর শ্লোগানে মুখরিত সম্মেলনস্থল।

থেমে থেমে চলছে পদ প্রত্যাশী নেতাদের পক্ষে মিছিল আর শ্লোগান। ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের প্রথম অধিবেশন শেষ হয়েছে।

ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃহস্পতিবার সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি ডা. আজিজুর রহমান।

বেলা ১২টার দিকে সম্মেলনস্থলে আসেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যানির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন ও কার্যনির্বাহী সংসদের সদস্য পারভীন জামান কল্পনা উপস্থিত আছেন।

জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৮৬টি সুটকেসে টাকা পাচার করেন খালেদা-তারেক: হানিফ

আপডেট সময় ০৮:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক: 

ক্ষমতায় এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ২৮৬টি সুটকেসে বিদেশে টাকা পাচার করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ২৮৬টি সুটকেস নিয়ে হজে যান। ওই সুটকেসে টাকা পাচার করেছেন। দেশের টাকা পাচার করে অন্য দেশে বিনিয়োগ করেছেন।’

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবিধান যখন-তখন কাটাছেঁড়া করা সম্ভব নয় মন্তব্য করে হানিফ বলেন, আগামী সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া জয়লাভ করার মতো আর কোনো দল নেই। কারণ, মানুষ বিএনপিকে ভোট দিয়ে দেখেছে। ২০০১ সালে তারা ক্ষমতায় এসে তার (খালেদা জিয়া) দুই ছেলে হাওয়া ভবন তৈরি করে। পর পর পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায়।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ে আওয়ামী লীগের হস্তক্ষেপ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালে এই মামলা করে। ১০ বছর আইনি লড়াইয়ের পর ২০১৮ সালে রায় দিয়েছেন আদালত। আদালতের রায়ে কেন আওয়ামী লীগের হস্তক্ষেপ থাকবে?’

বিএনপির অনেক নেতা খালেদা আর তারেকের নেতৃত্ব মানতে চায় না মন্তব্য করে দলটির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আন্দোলন করে খালেদা জিয়াকে জেল থেকে বের করা যাবে না। আইনি লড়াই করেই তাকে মুক্ত করতে হবে।’

দীর্ঘ দুই যুগ পর আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে নেতাকর্মীদের মাঝে। মিছিল আর শ্লোগানে মুখরিত সম্মেলনস্থল।

থেমে থেমে চলছে পদ প্রত্যাশী নেতাদের পক্ষে মিছিল আর শ্লোগান। ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের প্রথম অধিবেশন শেষ হয়েছে।

ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃহস্পতিবার সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি ডা. আজিজুর রহমান।

বেলা ১২টার দিকে সম্মেলনস্থলে আসেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যানির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন ও কার্যনির্বাহী সংসদের সদস্য পারভীন জামান কল্পনা উপস্থিত আছেন।

জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় নেতারা।