অাকাশ জাতীয় ডেস্ক:
সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফের নামাজে জানাজা রবিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় সংসদের স্পিকারের পক্ষে ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ.স.ম ফিরোজ, আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির নেতৃত্বে দলের নেতৃবৃন্দ, সংসদের বিরোধী দলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহা. মামুনুর রশিদ এবং ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের মরদেহে পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় মোহাম্মদ ইউসুফকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন মরহুমের রাজনৈতিক সহকর্মীরা। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
নামাজে জানাজায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, সংসদ সদস্যবৃন্দ, সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।
মোহাম্মদ ইউসুফ জাতীয় সংসদের চট্টগ্রাম-৭ আসন থেকে ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আজ সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















