ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার পদত্যাগ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পদত্যাগ পাঠিয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা। শুক্রবার তিনি তার পদত্যাগপত্র বঙ্গভবনে পাঠিয়ে দেন। বঙ্গভবনের কর্মকর্তারা পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দৈনিক আকাশকে বলেন, তিনি পদত্যাগ করেছেন বলে শুনেছি।

এর আগে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতি পদে নিয়োগ পান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার দুপুরে তার নিয়োগাদেশে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন বঙ্গভবনের মুখপাত্র মো. জয়নাল আবেদীন। গণমাধ্যমকে তিনি বলেন, শনিবার সন্ধ্যা ৭টায় নতুন প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

গত বছরের ১০ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের পর থেকে পদটি শূন্য হয়ে রয়েছে। এর আগে অক্টোবরে অসুস্থতাজনিত কারণে তিনি ছুটি নেন। ওই সময় থেকে বর্তমান পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

প্রসঙ্গত, চলতি বছরের ১০ নভেম্বর আপিল বিভাগের বর্তমান জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞার অবসরে যাওয়ার কথা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার পদত্যাগ

আপডেট সময় ০৯:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পদত্যাগ পাঠিয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা। শুক্রবার তিনি তার পদত্যাগপত্র বঙ্গভবনে পাঠিয়ে দেন। বঙ্গভবনের কর্মকর্তারা পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দৈনিক আকাশকে বলেন, তিনি পদত্যাগ করেছেন বলে শুনেছি।

এর আগে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতি পদে নিয়োগ পান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার দুপুরে তার নিয়োগাদেশে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন বঙ্গভবনের মুখপাত্র মো. জয়নাল আবেদীন। গণমাধ্যমকে তিনি বলেন, শনিবার সন্ধ্যা ৭টায় নতুন প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

গত বছরের ১০ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের পর থেকে পদটি শূন্য হয়ে রয়েছে। এর আগে অক্টোবরে অসুস্থতাজনিত কারণে তিনি ছুটি নেন। ওই সময় থেকে বর্তমান পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

প্রসঙ্গত, চলতি বছরের ১০ নভেম্বর আপিল বিভাগের বর্তমান জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞার অবসরে যাওয়ার কথা ছিল।