অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার (৩নং ওয়ার্ড) লোহাগাছ জিউসি গ্রামে মাটির দেয়াল ধসে এক গৃহবধূ মারা গেছেন। এসময় আহত হয়েছেন তার স্বামী। আহত স্বামীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত গৃহবধূ লিলি আক্তার লোহাগাছ গ্রামের আলালউদ্দিনের স্ত্রী। আহত আলাউদ্দিন একই গ্রামের মারফত আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল সাহিদ জানান, লোহাগাছ গ্রামের আলালউদ্দিন তার মাটির ঘর ভেঙে নতুনভাবে ইট দিয়ে ঘর নির্মাণের কাজ করছিলেন। সকালে আলাউদ্দিন ও তার স্ত্রীকে নিয়ে মাটির দেয়ালের পাশে কাজ করার সময় তা ধসে তাদের উপরে পড়ে। এসময় গুরুতর আহত অবস্থায় তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে লিলি আক্তার মারা যায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবিএম সিদ্দিক জানান, হাসপাতালে আনার আগেই লিলি আক্তার মারা গেছেন। অপরদিকে তার স্বামীকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 























