অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর খিলক্ষেত বনরূপা এলাকার খাঁপাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর (২৫) মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 

























