ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার

লাহোরে বোমা হামলা ঘটনায় পাকিস্তানে দল না পাঠাবে না শ্রীলংকা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী অক্টোবরে দুটি টি২০ ম্যাচে অংশ নিতে শ্রীলংকা ক্রিকেট দলকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড।তবে গত সপ্তাহে লাহোরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা।

শাহরিয়ার খান বলেন, আইসিসির মিটিংয়ে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধানের সঙ্গে আলাপকালে দেশটির ক্রিকেটারদের পাকিস্তানে আসার কথা বলেছিলাম। তখন বলেছিলাম, দুবাইয়ে সিরিজ শুরুর আগে শ্রীলংকা ক্রিকেট দল যেন পাকিস্তানে এসে দুটি টি২০ ম্যাচে অংশ নেয়। লংকান বোর্ড প্রধানও দেশটির সরকার প্রধানের সঙ্গে কথা বলার এবং পাকিস্তানে দল পাঠানোর অনুমতি নেয়ার বিষয়ে আলাপ করতে চান।

দল না পাঠানোর এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে শাহরিয়ার খান বলেন, সারা বিশ্বেই তো হামলার ঘটনা ঘটছে। তবুও ক্রিকেট খেলা থেমে যায়নি। শুধু পাকিস্তানের বেলায় নিরাপত্তা নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না।শাহরিয়ার খান বলেন, আমরা পাকিস্তান সুপার লিগ সফলভাবে সম্পন্ন করেছি। লাহোরে গত মার্চে লিগের ফাইনাল ম্যাচ যথেষ্ট নিরাপত্তার মধ্যে দিয়ে শেষ হয়।

তিনি বলেন, ওই সময় আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষকরা লাহোরে উপস্থিত ছিলেন। নিরাপত্তার বিষয়ে তারা কিছু দিক নির্দেশনা দেন। আমরা সেগুলো সমাধান করার জন্য ওয়াদা করেছিলাম। তবে তারা আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দল জঙ্গি হামলার শিকার হয়। এরপর থেকে পাকিস্তানে কোনো টেস্ট খেলুড়ে দল সফর করেনি। পাকিস্তান তাদের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে আরব আমিরাতে সিরিজ আয়োজন করে।

সম্প্রতি শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা দাবি করেন, ২০০৯ সালে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্রিকেটাররা সংশয় প্রকাশ করলেও বোর্ড অনেকটা জোর করেই তাদের সেখানে পাঠায়। জোর করে দল পাঠানোর পেছনে কারা রয়েছেন সে বিষয়ে তদন্তেরও দাবি জানান সাঙ্গা।

শাহরিয়ার খান বলেন, অক্টোবর-নভেম্বরে দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে ২টি টেস্ট, ৫টি একদিনের ম্যাচ এবং ৩টি টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান।এদিকে আগামী ১২ সেপ্টেম্বর পাকিস্তানে বিশ্ব একাদশ পাঠানোর কথা রয়েছে। তবে লাহোরে হামলার পর এ নিয়ে এখনও কোনো কিছু জানায়নি আইসিসি।

তবে ম্যাচটির বিষয়ে আশাবাদী শাহরিয়ার খান। তিনি বলেন, অবশ্যই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাম্বুলেন্স আটকে রোগীর স্বজন-চালককে লাঞ্ছিত, পথে বৃদ্ধের মৃত্যু

লাহোরে বোমা হামলা ঘটনায় পাকিস্তানে দল না পাঠাবে না শ্রীলংকা

আপডেট সময় ১২:৪৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী অক্টোবরে দুটি টি২০ ম্যাচে অংশ নিতে শ্রীলংকা ক্রিকেট দলকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড।তবে গত সপ্তাহে লাহোরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা।

শাহরিয়ার খান বলেন, আইসিসির মিটিংয়ে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধানের সঙ্গে আলাপকালে দেশটির ক্রিকেটারদের পাকিস্তানে আসার কথা বলেছিলাম। তখন বলেছিলাম, দুবাইয়ে সিরিজ শুরুর আগে শ্রীলংকা ক্রিকেট দল যেন পাকিস্তানে এসে দুটি টি২০ ম্যাচে অংশ নেয়। লংকান বোর্ড প্রধানও দেশটির সরকার প্রধানের সঙ্গে কথা বলার এবং পাকিস্তানে দল পাঠানোর অনুমতি নেয়ার বিষয়ে আলাপ করতে চান।

দল না পাঠানোর এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে শাহরিয়ার খান বলেন, সারা বিশ্বেই তো হামলার ঘটনা ঘটছে। তবুও ক্রিকেট খেলা থেমে যায়নি। শুধু পাকিস্তানের বেলায় নিরাপত্তা নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না।শাহরিয়ার খান বলেন, আমরা পাকিস্তান সুপার লিগ সফলভাবে সম্পন্ন করেছি। লাহোরে গত মার্চে লিগের ফাইনাল ম্যাচ যথেষ্ট নিরাপত্তার মধ্যে দিয়ে শেষ হয়।

তিনি বলেন, ওই সময় আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষকরা লাহোরে উপস্থিত ছিলেন। নিরাপত্তার বিষয়ে তারা কিছু দিক নির্দেশনা দেন। আমরা সেগুলো সমাধান করার জন্য ওয়াদা করেছিলাম। তবে তারা আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দল জঙ্গি হামলার শিকার হয়। এরপর থেকে পাকিস্তানে কোনো টেস্ট খেলুড়ে দল সফর করেনি। পাকিস্তান তাদের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে আরব আমিরাতে সিরিজ আয়োজন করে।

সম্প্রতি শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা দাবি করেন, ২০০৯ সালে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্রিকেটাররা সংশয় প্রকাশ করলেও বোর্ড অনেকটা জোর করেই তাদের সেখানে পাঠায়। জোর করে দল পাঠানোর পেছনে কারা রয়েছেন সে বিষয়ে তদন্তেরও দাবি জানান সাঙ্গা।

শাহরিয়ার খান বলেন, অক্টোবর-নভেম্বরে দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে ২টি টেস্ট, ৫টি একদিনের ম্যাচ এবং ৩টি টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান।এদিকে আগামী ১২ সেপ্টেম্বর পাকিস্তানে বিশ্ব একাদশ পাঠানোর কথা রয়েছে। তবে লাহোরে হামলার পর এ নিয়ে এখনও কোনো কিছু জানায়নি আইসিসি।

তবে ম্যাচটির বিষয়ে আশাবাদী শাহরিয়ার খান। তিনি বলেন, অবশ্যই ম্যাচটি অনুষ্ঠিত হবে।