অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সাত বছর বয়সী শিশু জায়নাব আনসারিকে ধর্ষণ এবং হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তির ডিএনএর সঙ্গে ঘটনার সময়ের আলামতে মিল রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পুলিশ। খবর আল জাজিরার।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইমরান। নির্যাতিতার ময়নাতদন্তের সময় সংগৃহীত আলামতের সঙ্গে তার ডিএনএর মিল পাওয়া গেছে। এমনকি ঘটনার দায়ও সে স্বীকার করেছে।
পাঁচ দিন নিখোঁজ থাকার পর গত ৯ জানুয়ারি কাসুরের একটি ভাগাড়ে জয়নাবের লাশ পাওয়া যায়। সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে খবরটি ছড়ানোর পর ইমরানের বাড়ি ঘিরে রেখেছিল বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে ধর্ষণ এবং হত্যার এ ঘটনায় কাসুরজুড়ে বিক্ষোভে ফেটে পড়ে জনতা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালালে দুইজনের প্রাণহানি ঘটে।
স্থানীয় একটি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা আলজাজিরা জানিয়েছে, গত এক বছরে কাসুরের ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে ১২ শিশু।
আকাশ নিউজ ডেস্ক 



















