অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী বেয়াদবদের জম ছিলেন বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারমান ওমর ফারুক চৌধুরী। শুক্রবার (৫ জানুয়ারি) এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রামের লাল দিঘি ময়দানে মহানগর যুবলীগ এর আয়োজন করে।
ওমর ফারুক বলেন, ‘মহিউদ্দিন চৌধুরীর পরিচয় দেয়ার কিছু নেই। তার পরিচয় তার সাধারণ জনগণ। বেয়াদবদের জম ছিলেন মহিউদ্দিন ভাই। আর তার শূন্যতা সত্যিই অপূরণীয়।’ চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত শোক সভায় সভাপত্বি করেন মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু।
এছাড়াও আয়োজিত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান নওফেল, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন ও যুগ্ম সম্পাদক রেজাউল করিম, সিডিএ চেয়ারম্যান আব্দুছ ছালাম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
আকাশ নিউজ ডেস্ক 



















