অাকাশ জাতীয় ডেস্ক:
বেসরকারি খাতে প্রতিষ্ঠিত ব্যাংকে অব্যবস্থাপনার কারণে লুটপাট চলছে বলে সমালোচনা করেছে আওয়ামী লীগের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দেশে উন্নয়নের পাশাপাশি বৈষম্যও বাড়ছে বলে অভিযোগ করেছে দলটি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
আগের দিনই দলের সভাপতি রাশেদ খান মেননকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় করা হয়। আর এর পরদিন দলের পক্ষ থেকে এই বক্তব্য এলো। ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন অবশ্য মেননের দপ্তর বদল নিয়ে হয়নি। ওয়ার্কার্স পার্টিঘোষিত ২১ দফার কর্মসূচিকে এগিয়ে নিতে ও ৩ মার্চ শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশকে সামনে রেখে সাংবাদিকদের ডাকে দলটি।
এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেনন। তিনি আগামী নির্বাচনে শরিক কোনো দল যেন একলা চল নীতি না নেয় সে জন্য সতর্ক করে দেন। তার দাবি, এই নীতি হবে আত্মঘাতী।
লিখিত বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ব্যাংকিং খাতে লুটপাট চলার অভিযোগ করেন। তিনি বলেন, ‘দেশের অর্থনীতির ক্ষেত্রে ব্যক্তি মালিকানায় বিশাল সংখ্যক ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অব্যবস্থাপনা, দুর্নীতি, জালিয়াতি প্রভৃতি দুর্বৃত্তপনা এই ক্ষেত্রকে লুটেরার রাজত্বে পরিণত করেছে।’
ঋণ খেলাপির সংখ্যা বেড়ে যাচ্ছে। বিদেশে টাকা পাচার অব্যাহত গতিতে চলছে। ‘শিক্ষা বাণিজ্য’, প্রশ্নপত্র ফাঁস, পাঠ্যবইয়ে ‘সাম্প্রদায়িকরণ’ শিক্ষায় সাফল্য ম্লান করে দিচ্ছে বলেও অভিযোগ করে আওয়ামী লীগের শরিক দলটির সাধারণ সম্পাদক। উন্নয়ন বাড়ার সাথে সাথে বৈষম্যও বাড়ছে অভিযোগ করে শরিক দলের নেতা বলেন, ‘উন্নয়ন তখনই যথাযথ ও অর্থবহ হয় যখন এই উন্নয়নের সকল শ্রেণি-পেশার মানুষ তার সুবিধা পায়।’
‘বাংলাদেশের এই উন্নয়নের পাশাপাশি গরিব-বড়লোকের মধ্যে ধনবৈষম্য বেড়েছে বহুগুণ।’ ২০১৮ সালকে দেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বাদশা বলেন, ‘এ বছরেই জাতীয় সংসদের নির্বাচন হতে চলেছে। এ বছরই নির্ধারিত হবে যে ২০০৮ সাল থেকে শুরু করে এ পর্যন্ত যে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও উন্নয়নের ধারায় দেশ এগিয়েছে তা অব্যাহত থাকবে, নাকি বিএনপি-জামায়াত জোট শাসনের দুর্নীতি-দুর্বৃত্তায়ন, সন্ত্রাস-সাম্প্রদায়িকতা, মৌলবাদ জঙ্গিবাদের পুনরুত্থানে দেশ আবার পিছিয়ে যাবে অন্ধকারের পথে।’
দলের কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, সুশান্ত দাস, নুর আহমদ বকুল, হাজেরা সুলতানা, কামরূল আহসান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















