অাকাশ জাতীয় ডেস্ক:
দশম সংসদ নির্বাচনে ভোট গ্রহণের চতুর্থ বর্ষপূর্তিতে শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগ দুটি এলাকায় সমাবেশ ও বিজয় মিছিল করবে। জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়েও হবে একই ধরনের কর্মসূচি।
এই দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করে। বিএনপি-জামায়াত জোটর সহিংস আন্দোলন এবং হুমকির মুখে চার বছর আগের এই দিনে ভোটে জিতে আওয়ামী লীগ টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে। তবে বিএনপি এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেহ এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে জানান হয়, শুক্রবার বেলা তিনটার দিকে বনানী পূজা মাঠে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর এবং ২৩ বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও পরে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনে সব জেলা, মহানগর, উপজেলা ও থানা আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতি আহবান জানিয়েছেন।
গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দূরদর্শিতা, প্রজ্ঞা ও সাহসী পদক্ষেপের কারণেই ২০১৪ সালের এদিন বিএনপি-জামায়াত জোট চক্রের সংবিধানবিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে দেশের জনগণ দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বস্তঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করে। অসীম সাহসে বিএনপি-জামাত অশুভ জোটের গণতন্ত্র ও সাংবিধানিক প্রক্রিয়া বাঁধাগ্রস্ত করার অপচেষ্টাকে রুখে দিয়ে সঙ্কট উত্তরণের পথে এগিয়ে যায় বাংলাদেশ।’
চার বছর আগের ভোটে জিতে যুদ্ধাপরাধীদের বিচার করা, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র, রামপাল বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলি ট্যানেল, পায়রা সমুদ্র বন্দর, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে গুমদুম পর্যন্ত রেলপথ প্রকল্প, ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগের কথা তুলে ধরেছে আওয়ামী লীগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শেখ হাসিনা সরকারের গৃহীত মেগাপ্রকল্পসমূহ বাস্তবায়নের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন অগ্রগতির এক অনন্য মাইলফলক।’
আকাশ নিউজ ডেস্ক 



















