ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ভাষণের বাণী ম্লান হয় না: স্পিকার

অাকাশ জাতীয় ডেস্ক:

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যুগ যুগ ধরে অন্যায়-বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতিকে জেগে ওঠার অনুপ্রেরণা যুগিয়ে যাবে। ভাষণের আবেদন চিরন্তন-এ ভাষণের বাণী ম্লান হয় না,বারবারই শোনার উদ্রেক করে। তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আনন্দ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভূক্ত হওয়ায় দেশ ও জাতি গর্বিত উল্লেখ করে স্পিকার বলেন, এ স্বীকৃতি বিশ্বের বুকে আরও গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে প্রজন্মের পর প্রজন্ম ধরে নিঃসন্দেহে বাঙালি জাতিকে অনুপ্রেরণা যোগাবে।

ভাষণটি সংরক্ষণের ফলে বিশ্বের নিপীড়িত-নির্যাতিত সকল মানুষ এ থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস ও প্রেরণা খুঁজে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। “জয় বাংলা-বাংলার জয়” মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগানো ঐতিহাসিক এ গানের সুরে সুরে মুখরিত সমবেত জনতার উদ্দ্যেশে স্পিকার বলেন, বিজয়ের এ মাসে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ করিয়ে দেয় বঙ্গবন্ধুর চৌকষ নেতৃত্বের স্মৃতি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এ ভাষণের অন্তর্নিহিত অর্থ ছিল শোষকের বিরুদ্ধে শোষিতের হুংকার- সর্বোপরি বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার রূপকল্প। তাই এ ভাষণ বাঙালি জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দলিল।

বঙ্গবন্ধুর কন্ঠে-৭ মার্চের ভাষণ তাই নিপীড়িত,বঞ্চিত ও শোষিত মানুষের ঘুরে দাঁড়াবার প্রত্যয় উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর সরল-সহজ ভাষা সেদিন আন্দোলিত করেছিল বাংলার মানুষকে-প্রত্যেক মুক্তিকামী জনতাকে। ৫২ এর ভাষা আন্দোলন,৫৪ এর যুক্তফ্রন্টের নির্বাচন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ৬ দফা আন্দোলন,৬৯ এর গণঅভ্যুত্থান,৭০ এর নির্বাচন-এ ধারাবাহিকতায় বাংলার স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের মূল ভিতই ছিল ৭১ এর ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ।

স্পিকার আরও বলেন,বঙ্গবন্ধু বঞ্চিত,অধিকারহারা মানুষদের ধারণ করতে পেরেছিলেন বলেই এক আঙুলের ইশারায় দিক হারা জাতি খুজেঁ পেয়েছিল নতুন ঠিকানা। সকল প্রতিকূলতা পেরিয়ে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর আহবানে উদ্বুদ্ধ হয়ে ছিনিয়ে এনেছিলেন লাল সূর্য খচিত স্বাধীন পতাকা। তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ ধারণ করে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আহবান জানান। স্পিকার বলেন, ‘৭ মার্চের ভাষণ যেমন আমাদের অহংকার তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য গৌরবের।’

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন এমপি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম এডভোকেট এমপি, বিশিষ্ট কথাসাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান সেলিনা হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এবং বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধুর ভাষণের বাণী ম্লান হয় না: স্পিকার

আপডেট সময় ১২:১৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যুগ যুগ ধরে অন্যায়-বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতিকে জেগে ওঠার অনুপ্রেরণা যুগিয়ে যাবে। ভাষণের আবেদন চিরন্তন-এ ভাষণের বাণী ম্লান হয় না,বারবারই শোনার উদ্রেক করে। তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আনন্দ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভূক্ত হওয়ায় দেশ ও জাতি গর্বিত উল্লেখ করে স্পিকার বলেন, এ স্বীকৃতি বিশ্বের বুকে আরও গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে প্রজন্মের পর প্রজন্ম ধরে নিঃসন্দেহে বাঙালি জাতিকে অনুপ্রেরণা যোগাবে।

ভাষণটি সংরক্ষণের ফলে বিশ্বের নিপীড়িত-নির্যাতিত সকল মানুষ এ থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস ও প্রেরণা খুঁজে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। “জয় বাংলা-বাংলার জয়” মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগানো ঐতিহাসিক এ গানের সুরে সুরে মুখরিত সমবেত জনতার উদ্দ্যেশে স্পিকার বলেন, বিজয়ের এ মাসে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ করিয়ে দেয় বঙ্গবন্ধুর চৌকষ নেতৃত্বের স্মৃতি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এ ভাষণের অন্তর্নিহিত অর্থ ছিল শোষকের বিরুদ্ধে শোষিতের হুংকার- সর্বোপরি বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার রূপকল্প। তাই এ ভাষণ বাঙালি জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দলিল।

বঙ্গবন্ধুর কন্ঠে-৭ মার্চের ভাষণ তাই নিপীড়িত,বঞ্চিত ও শোষিত মানুষের ঘুরে দাঁড়াবার প্রত্যয় উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর সরল-সহজ ভাষা সেদিন আন্দোলিত করেছিল বাংলার মানুষকে-প্রত্যেক মুক্তিকামী জনতাকে। ৫২ এর ভাষা আন্দোলন,৫৪ এর যুক্তফ্রন্টের নির্বাচন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ৬ দফা আন্দোলন,৬৯ এর গণঅভ্যুত্থান,৭০ এর নির্বাচন-এ ধারাবাহিকতায় বাংলার স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের মূল ভিতই ছিল ৭১ এর ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ।

স্পিকার আরও বলেন,বঙ্গবন্ধু বঞ্চিত,অধিকারহারা মানুষদের ধারণ করতে পেরেছিলেন বলেই এক আঙুলের ইশারায় দিক হারা জাতি খুজেঁ পেয়েছিল নতুন ঠিকানা। সকল প্রতিকূলতা পেরিয়ে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর আহবানে উদ্বুদ্ধ হয়ে ছিনিয়ে এনেছিলেন লাল সূর্য খচিত স্বাধীন পতাকা। তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ ধারণ করে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আহবান জানান। স্পিকার বলেন, ‘৭ মার্চের ভাষণ যেমন আমাদের অহংকার তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য গৌরবের।’

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন এমপি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম এডভোকেট এমপি, বিশিষ্ট কথাসাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান সেলিনা হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এবং বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।