ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের আবারও বিক্ষোভে নামার ডাক রেজা পাহলভির, মেলেনি সাড়া মানবিক বাংলাদেশ গড়ায় আপনাদের সহযোগিতা চাই : নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

কোরীয় উপদ্বীপে উস্কানি সৃষ্টি করছে আমেরিকা: রাশিয়ার অভিযোগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কোরীয় উপদ্বীপে নতুন করে উস্কানি সৃষ্টির জন্য আমেরিকাকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ওই উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে আমেরিকা যে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তার জের ধরে উত্তর কোরিয়া আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুক্রবার ইউরোপের একটি সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন ল্যাভরভ।

তিনি বলেন, গত সেপ্টেম্বরে ওয়াশিংটন মস্কোকে জানিয়েছিল, “বসন্ত আসার আগে কোরীয় উপদ্বীপে আর কোনো সামরিক মহড়া চালানো হবে না।” রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটনের ওই বক্তব্য থেকে মস্কো যে বার্তাটি নিয়েছিল তা হলো, “আমেরিকা সংলাপের পরিবেশ তৈরি করতে চায়।” ল্যাভরভ আরো বলেন, “আমরা ওই বার্তাটি পিয়ংইয়ংকে পৌঁছে দিয়েছি এবং তারা এর জবাবে না বলেনি।”

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কিন্তু অক্টোবরে পূর্ব ঘোষণা বা পরিকল্পনা ছাড়াই বিশাল মহড়া চালানো হলো। এরপরও উত্তর কোরিয়া কোনো আকস্মিক পদক্ষেপ নেয়নি। পিয়ংইয়ং আকস্মিক প্রতিক্রিয়া দেখাতে পারে ভেবে আবার নভেম্বরে ঘোষণা করা হলো যে, ডিসেম্বরে আবার মহড়া চালানো হবে। ” তিনি কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমিত না হওয়ার জন্য আমেরিকার এ ধরনের ‘উস্কানিমূলক’ পদক্ষেপকে দায়ী করেন।

গত ৪ ডিসেম্বর থেকে কোরীয় উপদ্বীপে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। এতে উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলার নানা প্রয়োগ করা হচ্ছে। এই মহড়া শুরু হওয়ার পর বুধবার উত্তর কোরিয়া সতর্ক করে দিয়ে বলেছে, এ ধরনের মহড়া আমেরিকার সঙ্গে দেশটির যুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোরীয় উপদ্বীপে উস্কানি সৃষ্টি করছে আমেরিকা: রাশিয়ার অভিযোগ

আপডেট সময় ০২:৩৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কোরীয় উপদ্বীপে নতুন করে উস্কানি সৃষ্টির জন্য আমেরিকাকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ওই উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে আমেরিকা যে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তার জের ধরে উত্তর কোরিয়া আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুক্রবার ইউরোপের একটি সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন ল্যাভরভ।

তিনি বলেন, গত সেপ্টেম্বরে ওয়াশিংটন মস্কোকে জানিয়েছিল, “বসন্ত আসার আগে কোরীয় উপদ্বীপে আর কোনো সামরিক মহড়া চালানো হবে না।” রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটনের ওই বক্তব্য থেকে মস্কো যে বার্তাটি নিয়েছিল তা হলো, “আমেরিকা সংলাপের পরিবেশ তৈরি করতে চায়।” ল্যাভরভ আরো বলেন, “আমরা ওই বার্তাটি পিয়ংইয়ংকে পৌঁছে দিয়েছি এবং তারা এর জবাবে না বলেনি।”

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কিন্তু অক্টোবরে পূর্ব ঘোষণা বা পরিকল্পনা ছাড়াই বিশাল মহড়া চালানো হলো। এরপরও উত্তর কোরিয়া কোনো আকস্মিক পদক্ষেপ নেয়নি। পিয়ংইয়ং আকস্মিক প্রতিক্রিয়া দেখাতে পারে ভেবে আবার নভেম্বরে ঘোষণা করা হলো যে, ডিসেম্বরে আবার মহড়া চালানো হবে। ” তিনি কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমিত না হওয়ার জন্য আমেরিকার এ ধরনের ‘উস্কানিমূলক’ পদক্ষেপকে দায়ী করেন।

গত ৪ ডিসেম্বর থেকে কোরীয় উপদ্বীপে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। এতে উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলার নানা প্রয়োগ করা হচ্ছে। এই মহড়া শুরু হওয়ার পর বুধবার উত্তর কোরিয়া সতর্ক করে দিয়ে বলেছে, এ ধরনের মহড়া আমেরিকার সঙ্গে দেশটির যুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলছে।