ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই অন-অ্যারাইভাল ভিসা বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

শালিসি বৈঠকে ভাইয়ের ঘুষিতে মৃত্যুর অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরের পৌর এলাকায় জমি সংক্রান্ত শালিসি বৈঠকে চাচাতো ভাইয়ের ঘুষিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত নাজমুল হক বাসাত জেলার শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর পূর্বপাড়া ১নং ওয়ার্ডের আফতাব উদ্দিন মন্ডলের ছেলে। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী।

বৃহস্পতিবার বিকালে পৌনে চারটার দিকে ওই এলাকার খোকনের বাড়ি সংলগ্ন খোলামাঠে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবুল মনছুর মন্ডল একই গ্রামের হাছেন আলী মন্ডলের ছেলে। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি। সম্পর্কে তারা চাচাতো জেঠাত ভাই।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তিন মাস আগে নাজমুল হক বাসাত আব্দুল খালেক নামের একজনের কাছে জমি বিক্রি করেন। বিক্রয় করা ওই জমিটি শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মনছুর মন্ডল ও মাসুম মন্ডল দখল করে রেখেছিল। জমির দখল বুঝে নিতে শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে শালিসি বৈঠক শুরু হয়। আবুল মন্ডল বৈঠকের এক পর্যায়ে নাজমুল হক বাসাতকে ঘুষি মারলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আসাবিক চিকিৎসক ইসরাত জাহান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শ্রীপুর পৌরসভার সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল জানান, বৈঠকে আমি ছিলাম। পরে উভয়পক্ষে কথা কাটাকাটি হলে আমি চলে আসি। তবে নাজমুল হক বাসাতের হৃদরোগ ছিল বলে তার পরিবার জানিয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহসীন হোসাইন জানান, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

শালিসি বৈঠকে ভাইয়ের ঘুষিতে মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ০১:১৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরের পৌর এলাকায় জমি সংক্রান্ত শালিসি বৈঠকে চাচাতো ভাইয়ের ঘুষিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত নাজমুল হক বাসাত জেলার শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর পূর্বপাড়া ১নং ওয়ার্ডের আফতাব উদ্দিন মন্ডলের ছেলে। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী।

বৃহস্পতিবার বিকালে পৌনে চারটার দিকে ওই এলাকার খোকনের বাড়ি সংলগ্ন খোলামাঠে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবুল মনছুর মন্ডল একই গ্রামের হাছেন আলী মন্ডলের ছেলে। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি। সম্পর্কে তারা চাচাতো জেঠাত ভাই।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তিন মাস আগে নাজমুল হক বাসাত আব্দুল খালেক নামের একজনের কাছে জমি বিক্রি করেন। বিক্রয় করা ওই জমিটি শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মনছুর মন্ডল ও মাসুম মন্ডল দখল করে রেখেছিল। জমির দখল বুঝে নিতে শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে শালিসি বৈঠক শুরু হয়। আবুল মন্ডল বৈঠকের এক পর্যায়ে নাজমুল হক বাসাতকে ঘুষি মারলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আসাবিক চিকিৎসক ইসরাত জাহান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শ্রীপুর পৌরসভার সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল জানান, বৈঠকে আমি ছিলাম। পরে উভয়পক্ষে কথা কাটাকাটি হলে আমি চলে আসি। তবে নাজমুল হক বাসাতের হৃদরোগ ছিল বলে তার পরিবার জানিয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহসীন হোসাইন জানান, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।