অাকাশ জাতীয় ডেস্ক:
এসডিজি বাস্তবায়নে সরকার, বেসকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি এই তিনের সমন্বয় দরকার বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের উদ্যোগে ‘জাতীয় নাগরিক সম্মেলন-১৭’ শীর্ষক দিনব্যাপী আলোচনা সভার প্রারম্ভিক অধিবেশনে তিনি এ কথা বলেন।
আনিসুজ্জামান বলেন, ‘কাউকে পেছনে রাখা যাবে না। সবাইকে সামনে নিয়ে আসতে হবে। মানুষের মর্যাদা নিশ্চিত করতে হবে। সুশাসন নিশ্চিত করতে হবে। এ কাজে আমরা আশা করি সরকার, বেসকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি পরস্পর সামনে হাত রেখে এগিয়ে যেতে পারে। তবেই এসডিজি বাস্তবায়িত হবে।’
এই শিক্ষাবিদ বলেন, ‘পৃথিবীর বেশিরভাগ সম্পদ অল্পকিছু মানুষের কাছে কেন্দ্রীভূত হয়ে আছে, এটাকে সমগ্র মানবের উন্নয়ন বলে মেনে নেয়া যায় না। আমরা নন্দনতাত্বিক স্থাপত্য দেখে মুগ্ধ হই, ভুলে যাই বহু মানুষ এখনো দিনরাত্রি আকাশের নিচে কাটায়। এসব বিষয় মাথায় নিয়ে এসডিজি বাস্তবায়নে প্রবিদ্ধির সঙ্গে সুষম বন্টনের অগ্রাধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে। অর্থনীতি, সমাজ ও পরিবেশের ক্ষেত্রে সবাই যেন সুবিচার পায়, যেন সবাই সমানভাবে সুযোগ লাভ করতে পারি তার জন্য দাবি জানাচ্ছি।’
আনিসুজ্জামান বলেন, ‘পঞ্চাশ বছরেরও বেশি আগে আমরা মহাশূন্য জয় করে এসেছি। এখনো এক গ্রহ থেকে আরেক গ্রহে যাওয়ার চেষ্টা চলছে। বিজ্ঞান ও প্রযুক্তির বিস্ময়কর উন্নতি লাভ করেছে, কিন্তু এর পাশাপাশি মানুষের ব্যর্থতাও কম নয়। চিকিৎসা বিজ্ঞানের আশ্চর্যজনক উন্নতি হয়েছে কিন্তু ন্যূনতম চিকিৎসা থেকে বঞ্চিত জনসমষ্টিও কিন্তু কম নয়। সুতরাং এসডিজি অর্জনে সুশসন প্রতিষ্ঠা করতে হবে সব মাধ্যমেই এবং তা সবাইকে সঙ্গে নিয়েই।’
বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ‘কাউকে পেছনে রাখা যাবে না’ শ্লোগানে ৭৪টি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত নাগরিক প্লাটফর্ম এ সম্মেলনের আয়োজন করেছে।
আকাশ নিউজ ডেস্ক 



















