ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি বিএনপি নেতার মৃত্যু, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার রাজধানীর তিন পয়েন্ট অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জনগণের বিশ্বাস অর্জনের দায়িত্ব রাজনীতিবিদদেরই : আমীর খসরু আটকের পর ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব

রাজনৈতিক স্থিতিশীলতার কারণে দেশে বিনিয়োগ বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজনৈতিক স্থিতিশীলতার কারণে দেশে বিনিয়োগ বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ২০১৪ সালে বিনিয়োগ কম ছিল। কিন্তু ২০১৫ সালের পর বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। ওই সময় বিনিয়োগ ছিল ১.২ বিলিয়ন ডলার। এখন বিনিয়োগ ২.২ বিলিয়ন ডলার।’

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সৌদি আরবের ব্যবসায়িক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে সৌদি আরব সৌর বিদ্যুৎ, জ্বালানি ও তথ্য প্রযুক্তিখাতে বিনিয়োগ করতে চায় বলে জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, ‘সৌদি আরবের সঙ্গে আমাদের বিভিন্ন খাতে ব্যবসার সুযোগ রয়েছে। তারা বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায়। বিশেষ করে সোলার (সৌর বিদ্যুৎ), এনার্জি (জ্বালানি) ও আইসিটি (তথ্য প্রযুক্তি) খাতে বিনিয়োগ করতে তারা আগ্রহ প্রকাশ করেছে।

তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা মাত্র তিনটি পণ্যে বিদেশে রপ্তানি করতাম। সেগুলো হলো পাট, চামড়া ও চা। কিন্তু এখন সাতশ’র বেশি পণ্য আমরা বিদেশে রপ্তানি করি। আমাদের ব্যবসার ক্ষেত্রে বৈচিত্র্য এসেছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, সৌদি ব্যবসায়িক প্রতিনিধিরা আজকে আমাদের সঙ্গে বৈঠক করেছেন। কালকে এফবিসিসিআই এর সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে দুই দেশের ব্যবসায়িদের মধ্যে এমওইউ সই হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হচ্ছে। বাংলাদেশে ব্যবসায়ীক প্রতিনিধিরাও সৌদি আরবে যাবে। সেখানে তারা আলোচনা করবে। আমরা চাই আমাদের ব্যবসায়িক ভলিউম বৃদ্ধি করতে।’

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, অনেক আগ থেকেই সৌদি আরবের সঙ্গে আমাদের ব্যবসা ছিল। তবে সেটি ব্যক্তি পর্যায়ে। স্ট্রাকচার্ড (গঠনমূলক) ছিল না। আমরা চেয়েছি যে সৌদি আরবের সঙ্গে ব্যবসাটা স্ট্রাকচার্ড (গঠনমূলক) হোক। সেটা নিয়ে আমরা আলোচনা করছি।

অর্থমন্ত্রী বলেন, ‘আগে যেটা হতো আমরা সৌদি আরব থেকে তেল আনবো। আর সৌদি আরবে আমাদের গার্মেন্টস পণ্য যাবে। সেই ধারণা থেকে আমরা বের হতে চাই। আমাদের ব্যবসার ক্ষেত্রে অনেক বৈচিত্র্য এসেছে।’

আমাদের দেশে ব্যবসার পরিবেশ এখন অনেক ভাল জানিয়ে মুহিত বলেন, ‘কিছু সমস্যা আছে। সেগুলো আমরা কাটিয়ে উঠবো। আমাদের পাওয়ার সেক্টরে কিছু সমস্যা আছে। আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে সেই সমস্যা থাকবে না। আমরা এলএনজির মাধ্যমে সেই সমস্যা সমাধান করবো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক স্থিতিশীলতার কারণে দেশে বিনিয়োগ বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০২:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজনৈতিক স্থিতিশীলতার কারণে দেশে বিনিয়োগ বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ২০১৪ সালে বিনিয়োগ কম ছিল। কিন্তু ২০১৫ সালের পর বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। ওই সময় বিনিয়োগ ছিল ১.২ বিলিয়ন ডলার। এখন বিনিয়োগ ২.২ বিলিয়ন ডলার।’

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সৌদি আরবের ব্যবসায়িক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে সৌদি আরব সৌর বিদ্যুৎ, জ্বালানি ও তথ্য প্রযুক্তিখাতে বিনিয়োগ করতে চায় বলে জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, ‘সৌদি আরবের সঙ্গে আমাদের বিভিন্ন খাতে ব্যবসার সুযোগ রয়েছে। তারা বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায়। বিশেষ করে সোলার (সৌর বিদ্যুৎ), এনার্জি (জ্বালানি) ও আইসিটি (তথ্য প্রযুক্তি) খাতে বিনিয়োগ করতে তারা আগ্রহ প্রকাশ করেছে।

তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা মাত্র তিনটি পণ্যে বিদেশে রপ্তানি করতাম। সেগুলো হলো পাট, চামড়া ও চা। কিন্তু এখন সাতশ’র বেশি পণ্য আমরা বিদেশে রপ্তানি করি। আমাদের ব্যবসার ক্ষেত্রে বৈচিত্র্য এসেছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, সৌদি ব্যবসায়িক প্রতিনিধিরা আজকে আমাদের সঙ্গে বৈঠক করেছেন। কালকে এফবিসিসিআই এর সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে দুই দেশের ব্যবসায়িদের মধ্যে এমওইউ সই হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হচ্ছে। বাংলাদেশে ব্যবসায়ীক প্রতিনিধিরাও সৌদি আরবে যাবে। সেখানে তারা আলোচনা করবে। আমরা চাই আমাদের ব্যবসায়িক ভলিউম বৃদ্ধি করতে।’

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, অনেক আগ থেকেই সৌদি আরবের সঙ্গে আমাদের ব্যবসা ছিল। তবে সেটি ব্যক্তি পর্যায়ে। স্ট্রাকচার্ড (গঠনমূলক) ছিল না। আমরা চেয়েছি যে সৌদি আরবের সঙ্গে ব্যবসাটা স্ট্রাকচার্ড (গঠনমূলক) হোক। সেটা নিয়ে আমরা আলোচনা করছি।

অর্থমন্ত্রী বলেন, ‘আগে যেটা হতো আমরা সৌদি আরব থেকে তেল আনবো। আর সৌদি আরবে আমাদের গার্মেন্টস পণ্য যাবে। সেই ধারণা থেকে আমরা বের হতে চাই। আমাদের ব্যবসার ক্ষেত্রে অনেক বৈচিত্র্য এসেছে।’

আমাদের দেশে ব্যবসার পরিবেশ এখন অনেক ভাল জানিয়ে মুহিত বলেন, ‘কিছু সমস্যা আছে। সেগুলো আমরা কাটিয়ে উঠবো। আমাদের পাওয়ার সেক্টরে কিছু সমস্যা আছে। আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে সেই সমস্যা থাকবে না। আমরা এলএনজির মাধ্যমে সেই সমস্যা সমাধান করবো।’