অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর সবুজবাগের বৌদ্ধমন্দিরের সামনে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তার নাম পরিচয় আপাতত জানা যায়নি। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠিয়েছে।
সবুজবাগ থানার উপপরিদর্শক সুজন বিশ্বাস দৈনিক আকাশকে বলেন, সন্ধ্যায় বৌদ্ধমন্দিরের সামনে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এই পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার সময়ে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসের চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
নিহত এই পথচারীর বয়স আনুমানিক (৪০) বছর। তার পরনে কালো রংয়ের ফুল প্যান্ট ও ব্লু রংয়ের শার্ট ছিল।
আকাশ নিউজ ডেস্ক 

























