অাকাশ জাতীয় ডেস্ক:
আগামীকাল ৩ ডিসেম্বর ২৬তম আন্তর্জাতিক ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এ দিবস পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। কাল রবিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে দিবসটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমদ। এসময় বক্তব্য দেন সমাজকল্যাণ সচিব জিল্লার রহমান। তিনি বলেন, জাতিসংঘ কর্তৃক এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি।
অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে তিনজন করে মোট নয়জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। এরা হচ্ছে- সফল প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করে এমন সফল ব্যক্তি, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করে এমন সফল প্রতিষ্ঠান। সফল প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে পুরস্কার পাচ্ছেন- বরিশাল জেলার বদিউল আলম, ঢাকা জেলার মহুয়া পাল, সিরাজগঞ্জের ছাবিনা আক্তার শিলা।
প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করে সফল ব্যক্তিদের মধ্যে পুরস্কার পাচ্ছেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আল মামুন সরকার, খুলনা জেলার মাহবুবা চৌধুরী, ময়মনসিংহ জেলার ড. অঞ্জন কুমার চিচাম। প্রতিবন্ধিতা উত্তরণে সফল প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার পাচ্ছে- ঢাকা জেলার সূচনা ফাউন্ডেশন, সিলেটের জিডিএফ প্রতিষ্ঠান, লালমনিরহাটের সোসাইটি ফর দ্যা ওয়েলফেয়ার অব দ্যা ইন্টেলেকচুয়ালি ডিসএবল, বাংলাদেশ (সুইড বাংলাদেশ, লালমনিরহাট শাখা।
আকাশ নিউজ ডেস্ক 



















