অাকাশ জাতীয় ডেস্ক:
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, এইডস এর সহজলভ্য এবং মানসম্পন্ন চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ‘বিশ্ব এইডস দিবস-২০১৭’ উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে তিনি এ কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো শুত্রুবার ১ ডিসেম্বর সারা দেশে বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে।
বৈষম্যহীন এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিতকরণের অঙ্গীকার নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবস উদযাপিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, এইডস-এর বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে ‘বিশ্ব এইডস দিবস’ পালিত হয়ে আসছে। ইউএন-এইডস এর তথ্যমতে বর্তমানে বিশ্বে প্রায় ৩৬৭ মিলিয়ন মানুষ এইডস-এ আক্রান্ত এবং এ পর্যন্ত প্রায় ৩৫ মিলিয়ন মানুষ এ মরণঘাতি রোগে মৃত্যুবরণ করেছে। এখনও এ মরণঘাতি রোগের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। বর্তমানে প্রচলিত চিকিৎসা ব্যয়বহুল এবং আমৃত্যু এ চিকিৎসা চালিয়ে যেতে হয়। এ প্রেক্ষাপটে এবছরের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য আমার অধিকার’ সময়োপযোগী ও যথার্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আবদুল হামিদ বলেন, বাংলাদেশে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার ০.০১ ভাগ এর নিচে, এটি একটি স্বস্তির বিষয়। তবে ভৌগোলিক অবস্থান, অসচেতনতা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অনিয়ন্ত্রিত আচরণ ও ভ্রান্ত ধারণার জন্য এদেশে এইডস এর ঝুঁকি এখনো বিদ্যমান।
তিনি বলেন, তাই সচেতনতা বৃদ্ধি, কুসংস্কার দূরীকরণ ও মানুষের আচরণ পরিবর্তনে সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের কার্যকরী পদক্ষেপ গ্রহণ জরুরি। এর পাশাপাশি দেশের প্রচলিত ধর্মীয়, সামাজিক ও পারিবারিক অনুশাসনগুলো মেনে চলতে হবে।
এইডস প্রতিরোধ ও নির্মূলে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, দাতাসংস্থা, গণমাধ্যম ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে বলে তিনি উল্লেখ করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















