ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানকে বিশ্বকাপে খেলার অনুমতি দেবে না সরকার সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার ‘লাইলাতুল গুজব’ শেষে বিসিবিতেই দেখা গেল বুলবুলকে ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর বিএনপির হামলার অভিযোগ বিএনপি সব সময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে : রিজভী জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান গণভোট ও সংসদ নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

ভিয়েতনামের কারাগারে মৃত্যু হয়েছে নেতাজির: ফরাসি গবেষক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নতুন রহস্য দেখা দিয়েছে। ভিয়েতনামের কারাগারের মৃত্যু হয়েছে নেতাজির- এমনই দাবি করলেন প্যারিসের ইতিহাসবেত্তা জেবিপি মোর।

শুধু তাই নয়, ফরাসি সেনাবাহিনীর একটি গোপন ফাইল নেতাজির মৃত্যু রহস্য উন্মোচন করতে পারে বলে দাবি করেছেন মোর। কিন্তু ১০০ বছরের জন্য সেই ফাইল বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্যারিসের ইনস্টিটুট দে হতে এতুদে ইকনোমিকস এত কমার্শিয়েলস-এর অধ্যাপক জেবিপি মোর জানিয়েছেন, ‘বহু বছরের গবেষণার পর আমি নিশ্চিত করে বলতে পারি যে সাইগোন-এ শেষ জীবন কেটেছে নেতাজির। খুব সম্ভবত অত্যন্ত কষ্ট পেয়ে ভিয়েতনামের বোট ক্যাটিনাট জেলে মৃত্যু হয় তার। ফরাসি সিক্রেট সার্ভিসের রেকর্ড থেকে এই তথ্য পেয়েছি আমি।

সুভাষচন্দ্র বোস এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সাইগোনে থাকা সংক্রান্ত একটি মাত্র ফাইল রয়েছে। কিন্তু ফরাসি সেনার হাতে থাকা সেই ফাইলটি আমাকে দেখতে দেয়া হবে না বলে চিঠি দিয়ে জানানো হয়। এতে আমি যেমন অবাক হই, তেমনই নিশ্চিত হই যে আমার ধারণাই সঠিক। ১৯৪৫-এর সেপ্টেম্বরে সাইগোন-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন সুভাষ।’

তিনি আরও বলেন, এখন ভারত সরকারের দায়িত্ব ফ্রান্সের ওপর চাপ সৃষ্টি করে ওই ফাইলটি প্রকাশ করাক। এই ফাইলে অবশ্যই নেতাজির শেষ জীবনের কথা নথিবদ্ধ রয়েছে বলে দাবি করেছেন তিনি। নেতাজির মৃত্যু যে কখনোই বিমান দুর্ঘটনায় হয়নি, তাও জোর দিয়ে বলেছেন মোর। টোকিওতে যে চিতাভষ্ম নেতাজির বলে দাবি করা হয়, তার কখনোও ডিএনএ পরীক্ষাই করানো হয়নি। মোর-এর দাবি, তার থেকেই এটা প্রমাণিত হয় যে ওই চিতাভষ্ম কখনোই নেতাজির নয়।

বিমান দুর্ঘটনায় মৃত্যু না হলে নেতাজি চীন বা রাশিয়ায় হয়তো চলে গিয়েছিলেন, এ রকম কথা প্রচলিত রয়েছে। তাও উড়িয়ে দিয়েছেন জেবিপি মোর। আসল ঘটনা থেকে দৃষ্টি সরাতেই এই ধরনের ভুল খবর ছড়ানো হয় বলে দাবি করেছেন মোর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে মায়ের ট্রেনের নিচে ঝাঁপ, তিনজনের মৃত্যু

ভিয়েতনামের কারাগারে মৃত্যু হয়েছে নেতাজির: ফরাসি গবেষক

আপডেট সময় ১২:২৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নতুন রহস্য দেখা দিয়েছে। ভিয়েতনামের কারাগারের মৃত্যু হয়েছে নেতাজির- এমনই দাবি করলেন প্যারিসের ইতিহাসবেত্তা জেবিপি মোর।

শুধু তাই নয়, ফরাসি সেনাবাহিনীর একটি গোপন ফাইল নেতাজির মৃত্যু রহস্য উন্মোচন করতে পারে বলে দাবি করেছেন মোর। কিন্তু ১০০ বছরের জন্য সেই ফাইল বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্যারিসের ইনস্টিটুট দে হতে এতুদে ইকনোমিকস এত কমার্শিয়েলস-এর অধ্যাপক জেবিপি মোর জানিয়েছেন, ‘বহু বছরের গবেষণার পর আমি নিশ্চিত করে বলতে পারি যে সাইগোন-এ শেষ জীবন কেটেছে নেতাজির। খুব সম্ভবত অত্যন্ত কষ্ট পেয়ে ভিয়েতনামের বোট ক্যাটিনাট জেলে মৃত্যু হয় তার। ফরাসি সিক্রেট সার্ভিসের রেকর্ড থেকে এই তথ্য পেয়েছি আমি।

সুভাষচন্দ্র বোস এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সাইগোনে থাকা সংক্রান্ত একটি মাত্র ফাইল রয়েছে। কিন্তু ফরাসি সেনার হাতে থাকা সেই ফাইলটি আমাকে দেখতে দেয়া হবে না বলে চিঠি দিয়ে জানানো হয়। এতে আমি যেমন অবাক হই, তেমনই নিশ্চিত হই যে আমার ধারণাই সঠিক। ১৯৪৫-এর সেপ্টেম্বরে সাইগোন-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন সুভাষ।’

তিনি আরও বলেন, এখন ভারত সরকারের দায়িত্ব ফ্রান্সের ওপর চাপ সৃষ্টি করে ওই ফাইলটি প্রকাশ করাক। এই ফাইলে অবশ্যই নেতাজির শেষ জীবনের কথা নথিবদ্ধ রয়েছে বলে দাবি করেছেন তিনি। নেতাজির মৃত্যু যে কখনোই বিমান দুর্ঘটনায় হয়নি, তাও জোর দিয়ে বলেছেন মোর। টোকিওতে যে চিতাভষ্ম নেতাজির বলে দাবি করা হয়, তার কখনোও ডিএনএ পরীক্ষাই করানো হয়নি। মোর-এর দাবি, তার থেকেই এটা প্রমাণিত হয় যে ওই চিতাভষ্ম কখনোই নেতাজির নয়।

বিমান দুর্ঘটনায় মৃত্যু না হলে নেতাজি চীন বা রাশিয়ায় হয়তো চলে গিয়েছিলেন, এ রকম কথা প্রচলিত রয়েছে। তাও উড়িয়ে দিয়েছেন জেবিপি মোর। আসল ঘটনা থেকে দৃষ্টি সরাতেই এই ধরনের ভুল খবর ছড়ানো হয় বলে দাবি করেছেন মোর।