ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বাংলাদেশের উদ্বেগ

অাকাশ জাতীয় ডেস্ক:

উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রের (ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল-আইসিবিএম) পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া হিসেবে পরিচিত ডেমোক্রেটি পিপলস রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এ সম্পর্কিত প্রস্তাবের প্রতি সম্পূর্ণ অশ্রদ্ধা প্রদর্শন করেছে বলে মনে করে বাংলাদেশ।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আন্তর্জাতিক দায়িত্ব ও অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন এবং এ ধরনের শক্তি প্রদর্শন থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এনপিটি ও সিটিবিটিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যাবে বলেও জানানো হয়েছে।

এর আগে বুধবার এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বিবিসি জানিয়েছে, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে জাপানের সাগরে গিয়ে পড়েছে। গত সেপ্টেম্বরে সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

মার্কিন বিজ্ঞানীদের একটি সংগঠন বলছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যেকোনো অংশে আঘাত হানতে সক্ষম। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, পিয়ংইয়ং থেকে উৎক্ষেপণের পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সাড়ে চার হাজার কিলোমিটার উচ্চতায় পৌঁছায় তারপর নেমে এসে বুধবার সকালে উত্তর কোরিয়া থেকে ৯৬০ কিলোমিটার দূরে জাপানের জলসীমায় পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বাংলাদেশের উদ্বেগ

আপডেট সময় ১২:৫৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রের (ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল-আইসিবিএম) পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া হিসেবে পরিচিত ডেমোক্রেটি পিপলস রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এ সম্পর্কিত প্রস্তাবের প্রতি সম্পূর্ণ অশ্রদ্ধা প্রদর্শন করেছে বলে মনে করে বাংলাদেশ।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আন্তর্জাতিক দায়িত্ব ও অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন এবং এ ধরনের শক্তি প্রদর্শন থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এনপিটি ও সিটিবিটিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যাবে বলেও জানানো হয়েছে।

এর আগে বুধবার এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বিবিসি জানিয়েছে, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে জাপানের সাগরে গিয়ে পড়েছে। গত সেপ্টেম্বরে সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

মার্কিন বিজ্ঞানীদের একটি সংগঠন বলছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যেকোনো অংশে আঘাত হানতে সক্ষম। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, পিয়ংইয়ং থেকে উৎক্ষেপণের পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সাড়ে চার হাজার কিলোমিটার উচ্চতায় পৌঁছায় তারপর নেমে এসে বুধবার সকালে উত্তর কোরিয়া থেকে ৯৬০ কিলোমিটার দূরে জাপানের জলসীমায় পড়ে।