অাকাশ জাতীয় ডেস্ক:
তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে ‘ডিসেমিনেশন অফ এসডিজি অ্যাকশন প্ল্যান’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হবে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসডিজি সেলের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ এবং জিইডি সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম। সভাপতিত্ব করবেন তথ্য সচিব মরতুজা আহমদ।
কর্মশালায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























