অাকাশ জাতীয় ডেস্ক:
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাজীপুরের টঙ্গীতে বাসে তল্লাশি চালিয়ে দুটি কঙ্কালসহ দুই যুবককে আটক করেছে, যারা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে বিক্রয়ের জন্য এগুলো ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাচ্ছিল। বুধবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শেরপুরের নকলা এলাকার ওমর আলির ছেলে এরশাদ (২৬) এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তাইজুল ইসলামের ছেলে মোতালেব (২২)।
টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, এরশাদ গাজীপুরের শফিপুর এলাকার দুটি কবর থেকে কঙ্কাল চুরি করে বাসযোগে ময়মনসিংহ যাচ্ছিল। রাত আড়াইটার দিকে বাসটি টঙ্গীর স্টেশন রোড এলাকায় আসলে পুলিশ যানটিতে তল্লাশি করে। এ সময় পলিথিনে মোড়ানো দুটি খুলি ও হাড়গোড় দেখতে পেয়ে কঙ্কালসহ দুইজনকে আটক করে এবং বাসটি জব্দ করা হয়।
আটক এরশাদ পুলিশের কাছে স্বীকার করেছে, কঙ্কালগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। প্রতিটি কঙ্কাল তারা ৮-১০ হাজার টাকায় বিক্রি করতে পারে।
আকাশ নিউজ ডেস্ক 






















